প্রথমবার ২৫ ডিসেম্বর বড়দিন উদ্‌যাপন করছেন ইউক্রেনের অনেকে

বড়দিনের আগের সন্ধ্যায় ইউক্রেনের গির্জায় প্রার্থনায় অংশ নেন অর্থোডক্স খ্রিষ্টানরাছবি: রয়টার্স

ঐতিহ্যগতভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে থাকে ইউক্রেন। রাশিয়াও তা–ই করে। রোমান যুগের জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, দেশগুলোতে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করা হয়ে থাকে। তবে চলতি বছর ইউক্রেনের অর্থোডক্স খ্রিষ্টানদের অনেকে প্রথমবারের মতো ২৫ ডিসেম্বরে বড়দিন উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন।

রাশিয়ার রীতিনীতি অনুসরণ করা থেকে সরে এসে ইউক্রেন এখন জর্জিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বড়দিন উদ্‌যাপন করছে। গত জুলাইয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্বাক্ষরের মধ্য দিয়ে বড়দিন উদ্‌যাপনের তারিখ পরিবর্তনসংক্রান্ত আইনটি কার্যকর হয়। এতে বলা হয়, এর মধ্য দিয়ে ইউক্রেনীয়দের জন্য জানুয়ারিতে বড়দিন উদ্‌যাপনের রুশ ঐতিহ্যটি পরিত্যাগ করার সুযোগ তৈরি হয়েছে।

বড়দিন উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের সবাই এখন এক হলো। তিনি আরও বলেন, ‘আমরা সবাই একসঙ্গে বড়দিন উদ্‌যাপন করব। একটি বড় পরিবার হিসেবে, একটি জাতি হিসেবে এবং একটি ঐক্যবদ্ধ দেশ হিসেবে আমরা একই দিনে বড়দিন উদ্‌যাপন করব।’

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দা লেসিয়া শেসতাকোভা ও ওলেকসান্দর শেসতাকোভ দম্পতি। লেসিয়া ক্যাথলিক আর ওলেকসান্দর অর্থোডক্স খ্রিষ্টান। বিয়ের পর থেকে নিজ নিজ পরিবারের ঐতিহ্য মানতে গিয়ে এত দিন তাঁদের দুবার করে বড়দিন উদ্‌যাপন করতে হয়েছে। এবার তাঁরা দুজন একই দিনে বড়দিন উদ্‌যাপনের সুযোগ পেয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে লেসিয়া বলেন, ‘অবশেষে ইউক্রেনে আমি ও আমার স্বামী ক্যাথেড্রালে দিনটি একসঙ্গে কাটানোর সময় পেলাম। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমরা একসঙ্গে সুস্থ অবস্থায় বেঁচে আছি।’

২০১৯ সাল থেকে চালু হওয়া অর্থোডক্স চার্চ অব ইউক্রেনও (ওসিইউ) তাদের বড়দিন উদ্‌যাপনের তারিখ পরিবর্তন করে ২৫ ডিসেম্বর করেছে। ২০১৪ সালে ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার পর রাশিয়ার অর্থোডক্স গির্জা থেকে আলাদা হয়ে নতুন এ গির্জা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

চলমান যুদ্ধে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভ অপেক্ষাকৃত কম ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। গতকাল শহরটির রাস্তায় শিশুদের ঐতিহ্যবাহী পোশাক পরে ধর্মীয় গান গাইতে শোনা গেছে। তারা আনন্দ মিছিলেও অংশ নেয়।

সাম্প্রতিক বছরগুলোতে অনেক উপাসক ওসিইউতে (অর্থোডক্স চার্চ অব ইউক্রেন) যোগ দিয়েছেন। তবে কয়েক লাখ মানুষ এখনো ঐতিহাসিকভাবে ইউক্রেনে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অর্থোডক্স গির্জার (ইউওসি) রীতিনীতি অনুসরণ করেন। তাঁরা ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করবেন।

রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অর্থোডক্স গির্জাটির কর্তৃপক্ষ ২০২২ সালে বলেছে, ইউক্রেনে রুশ হামলার কারণে তারা মস্কো থেকে নিজেদের আলাদা করে নিয়েছে; যদিও তাদের এ কথার সত্যতা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ আছে।