পোকার কবলে হাজার বছরের প্রাচীন গ্রন্থাগার

হাঙ্গেরির প্যাননহালমা আর্চঅ্যাবিফাইল ছবি: ইউনেসকোর ওয়েবসাইট থেকে নেওয়া

হারিয়ে যাওয়ার ঝুঁকিতে শত শত বছরের ইতিহাস। কারণ, ছোট্ট একধরনের পোকা। গ্রন্থাগারে রাখা হাজার হাজার বই নষ্ট করে ফেলছে ওই পোকাগুলো। পোকার কবল থেকে কয়েক শ বছরের পুরোনো সব বই রক্ষা করতে এখন তৎপর হয়ে উঠেছে গ্রন্থাগারের কর্তৃপক্ষ।

গ্রন্থাগারটিও কম প্রাচীন নয়। সেটি নির্মাণ করা হয়েছে হাজার বছর আগে—মধ্যযুগে। অবস্থান ইউরোপের দেশ হাঙ্গেরির একটি অ্যাবিতে। খ্রিষ্টান ধর্মযাজকদের বসবাস করা মঠকে অ্যাবি বলা হয়। ‘প্যাননহালমা আর্চঅ্যাবি’ নামের মঠটি হাঙ্গেরির সবচেয়ে প্রাচীন শিক্ষাকেন্দ্রগুলোর একটি। একে বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করেছে ইউনেসকো।

প্যাননহালমা আর্চঅ্যাবির গ্রন্থাগারে চার লাখের মতো বই রয়েছে। সেগুলোর মধ্যে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই তাক থেকে বের করছেন সংশ্লিষ্ট কর্মীরা। তারপর খুব সাবধানে বইয়ের পোকাগুলো নষ্ট করা হচ্ছে। এগুলো আসলে একধরনের গুবরেপোকা। পরিচিত ‘ব্রেড বিটল’ নামে। বাঁধাইয়ের সময় লাগানো আঠা বইগুলোর প্রতি এই পোকাকে আকৃষ্ট করেছে।

পোকা দমনের জন্য প্রথমে বইগুলো প্লাস্টিকের বস্তায় ভরা হচ্ছে। এ সময় বস্তা থেকে বের করে নেওয়া হচ্ছে অক্সিজেন। ফলে বস্তার ভেতরের বাতাসে থাকছে শুধু নাইট্রোজেন। বইগুলো সংরক্ষণের সঙ্গে যুক্ত কর্মীদের বিশ্বাস, নাইট্রোজেনের মধ্যে ছয় সপ্তাহ থাকার পর নির্মূল হবে সব পোকা। এরপর ক্ষতিগ্রস্ত বইগুলো ঠিক করে আগের অবস্থায় নিয়ে আসা হবে।

বইগুলো পোকামুক্ত করার কাজে নেতৃত্ব দিচ্ছেন সোফিয়া ইদিত হাজদু। ব্রেড বিটলের এমন উপদ্রব আগে দেখেননি বলে জানিয়েছেন তিনি। সোফিয়া বলেন, গ্রন্থাগারের বেশ কয়েকটি অংশে পোকার উপদ্রব দেখা দিয়েছে। সব বইয়ে একসঙ্গে পোকা দমন করতে হবে, যেন নতুন করে উপদ্রব না দেখা দেয়। পোকা দমন শেষে আগামী বছরের শুরুর দিকে গ্রন্থাগারটি খুলে দেওয়া হতে পারে।

প্যাননহালমা অ্যাবি নির্মাণ করা হয় ৯৯৬ খ্রিষ্টাব্দে। সময়টি হাঙ্গেরি রাজ্য গড়ে ওঠারও চার বছর আগে। এর পর থেকে হাজার বছরের বেশি সময়ে নানা যুদ্ধের মুখে পড়েছে মঠটি। এই সময়ে অটোমান সাম্রাজ্যসহ বিদেশিদের আক্রমণেরও শিকার হয়েছে হাঙ্গেরি। তারপরও হাঙ্গেরি ও মধ্য ইউরোপের সবচেয়ে বিখ্যাত ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা হিসেবে টিকে রয়েছে প্যাননহালমা অ্যাবি।

হাঙ্গেরির সবচেয়ে প্রাচীন বই ও নথিগুলো সংরক্ষণ করে রাখা আছে প্যাননহালমা অ্যাবির গ্রন্থাগারে। গ্রন্থাগারটিতে সবচেয়ে উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে রয়েছে হাতে লেখা ১৯টি বই। এ ছাড়া পঞ্চদশ শতাব্দীতে মুদ্রণযন্ত্র আবিষ্কারের আগের সময়ে শত শত পাণ্ডুলিপি রয়েছে। সেখানে আছে ষোড়শ শতাব্দীর হাজার হাজার বই।

প্যাননহালমা আর্চঅ্যাবির গ্রন্থাগারের পরিচালক ইলোনা আসভানি বলেন, ‘যখন দেখি কোনো বই পোকায় আক্রান্ত হয়েছে, তখন মনে হয়, সংস্কৃতির একটি অংশ হারিয়ে গেল।’