ইউক্রেনের চেরনিহিভ শহরের কেন্দ্রে হামলা জঘন্য বলল জাতিসংঘ

ইউক্রেনের উত্তরাঞ্চলে চেরনিহিভ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা
ছবি: এএফপি

ইউক্রেনের উত্তরাঞ্চলে চেরনিহিভ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এই হামলা জঘন্য বলে মন্তব্য করেছে জাতিসংঘ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন হামলায় ৭ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছেন।

ইউক্রেনে জাতিসংঘের সমন্বয়কারী ডেনিস ব্রাউন বলেছেন, সকালবেলা মানুষ যখন বাইরে যায়, ধর্মীয় আচার পালন করতে চার্চে যায়, তখন এ রকম হামলা জঘন্য। তিনি আরও বলেছেন, ‘ইউক্রেনের জনবহুল এলাকায় রাশিয়ার এ ধরনের হামলার ঘটনায় আমি আবারও নিন্দা জানাচ্ছি।’ আন্তর্জাতিক আইনে বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা নিষিদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক অড্রে আজৌলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন এই হামলায় তিনি মর্মাহত।

ইউক্রেনের সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে, চেরনিহিভ শহরের এই কেন্দ্রের ইতিহাস হাজার বছরের পুরোনো। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় মনোনয়নের জন্য প্রার্থী হিসেবে রয়েছে।

চেরনিহিভের কেন্দ্রে একটি পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ও একটি থিয়েটার রয়েছে।জেলেনস্কি এখন সুইডেন সফরে রয়েছেন। ইন্টারনেটে তাঁর প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, চেরনিহিভে যেখানে হামলা চালানো হয়েছে, সেখানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আমলের একটি বড় ভবনের চারপাশে ধ্বংসাবশেষ পড়ে আছে। ভবনের পাশে কয়েকটি গাড়িও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার প্রভাব পড়েছে আশপাশের ভবনগুলোয়ও।

আরও পড়ুন