বাখমুত থেকে পিছু হটার কথা স্বীকার রাশিয়ার

বাখমুতের কাছে সংঘর্ষের সময় হাউইটজার থেকে গোলা ছুড়ছেন ইউক্রেনের সৈন্যরাফাইল ছবি এএফপি

ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহরের দখল নিয়ে কয়েক মাস ধরে চলছে তুমুল লড়াই। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইউক্রেন ও রাশিয়া—দুই বাহিনীই। এরই মধ্যে শহরটি থেকে রুশ সেনাদের পিছু হটার কথা স্বীকার করেছে মস্কো। গতকাল শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ এ কথা জানান।

রুশ সেনাদের পিছু হটার বিষয়টি সামনে আসার আগে বাখমুতের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করার কথা জানিয়েছিল ইউক্রেন। শহরটিতে রুশ বাহিনীকে ঘিরে ফেলতেই তাদের এই তৎপরতা। এরই মধ্যে রুশ সেনারা পিছু হটার অর্থ, গত ছয় মাসের মধ্যে বাখমুতে সবচেয়ে বড় অগ্রগতি পেয়েছে ইউক্রেন বাহিনী।

শুক্রবার ইগর কোনাশেঙ্কভ বলেন, বাখমুতের পূর্বে ১ হাজারের বেশি সেনা ও ৪০টির বেশি ট্যাংক নিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়া ২৬টি হামলা প্রতিহত করেছে। তবে একটি এলাকা থেকে রুশ সেনাদের পিছিয়ে আনা হয়েছে। তাঁদের বাখমুতের উত্তর-পশ্চিমে আরও সুবিধাজনক স্থানে সাজিয়ে নেওয়া হবে।

তবে নতুন করে সাজিয়ে নিতে রুশ সেনাদের পিছিয়ে আনা হয়েছে বলে মানতে নারাজ ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন। বাখমুতে রাশিয়ার পক্ষে লড়ছেন ভাগনারের যোদ্ধারা। প্রিগোশিন বলেন, কোনাশেঙ্কভ যেমনটা বলছেন, দুর্ভাগ্যবশত তেমনটা ঘটেনি। রুশ সেনাদের নতুন করে সাজানোর জন্য পিছিয়ে আনা হয়নি। তাঁরা ছত্রভঙ্গ হয়ে গেছেন।

আরও পড়ুন

এদিকে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে নতুন করে ২৯৭ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। এর মধ্যে ৩০টি লেপার্ড ট্যাংক রয়েছে। আজ শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক এ তথ্য জানান।

আরও পড়ুন