তরুণ দম্পতি লুক বাডওয়ার্থ (২৯) ও হ্যাজেল মুনি (২৬)। গত বছরের শেষ দিকে তাঁরা বাড়ি পাল্টানোর সিদ্ধান্ত নেন। উত্তর ইংল্যান্ডের ইয়র্ক শহরে একটি বাড়ি কেনেন তাঁরা। ওঠার আগে বাড়ি সংস্কারের কাজ করান। রান্নাঘর সংস্কার করতে গিয়ে পাওয়া যায় দুটি ম্যুরাল। পরে জানা যায়, সেগুলো ৪০০ বছরের পুরোনো।
বাড়ি সংস্কার করার জন্য ঠিকাদারকে দায়িত্ব দিয়েছিলেন এই দম্পতি। গত ডিসেম্বরে সংস্কারকাজ শুরু হয়। বাড়ির সংস্কারকাজ শুরুর পর একদিন ঠিকাদারের ফোন পান বাডওয়ার্থ। ঠিকাদার বাডওয়ার্থের কাছে জানতে চান, ‘আপনি কি জানেন যে আপনাদের রান্নাঘরে একটি চিত্রকর্ম রয়েছে?’
ফোনে ঠিকাদারের এ কথা শুনে কিছুটা বিস্মিত হন বাডওয়ার্থ। বিষয়টি নিজে দেখার জন্য বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে গিয়ে দেখেন, রান্নাঘরে আলমারিগুলো দেয়ালের সঙ্গে লাগানো। সেখানে তিনি ম্যুরাল থাকার একমাত্র প্রমাণ পান শুধু ঠিকাদারের তোলা একটি ঝাপসা ছবি থেকে।
ঝাপসা ছবি দেখে লিডস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ডেটা অ্যানালিস্ট বাডওয়ার্থের সন্দেহ হয়, দেয়ালের উল্টো দিকেও কিছু থাকতে পারে। বাডওয়ার্থ বলেন, ‘দেয়ালের বাকি অংশে ছবিতে থাকা চিত্রকর্মের মতো আঁকা কিছু দেখতে পাই। আমি ভেবেছিলাম এটা দিয়ে হয়তো পাইপগুলো ঢাকা আছে।’
বাডওয়ার্থের সন্দেহ সঠিক প্রমাণিত হয়। দেয়ালের অপর পাশেও একই রকম একটি ম্যুরাল পাওয়া যায়। বাডওয়ার্থের দেওয়া তথ্য অনুযায়ী, ম্যুরাল দুটির আকার সমান। ম্যুরালগুলোর প্রতিটির দৈর্ঘ্য ৪ ফুট ও প্রস্থ ৯ ফুট। তবে ছাদের সঙ্গে দীর্ঘদিন ধরে লেগে থাকার কারণে ম্যুরাল দুটির ওপরের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ইয়র্ক শহর ঘিরে আছে প্রাচীন সময়ে তৈরি একটি দেয়াল। ২০২০ সালে বাডওয়ার্থ সেখানে অ্যাপার্টমেন্ট কেনেন শহরের প্রধান একটি সড়ক মিকেলগেট এলাকায়। সে অ্যাপার্টমেন্টের নিচে একটি ক্যাফে ও একটি দাতব্য বইয়ের দোকান আছে। ওই ভবন ১৪৪৭ সালের দিকে তৈরি বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।