বেজোস-সানচেজের রাজকীয় বিয়ের আসরে গেটস-হার্ড জুটির হাস্যোজ্জ্বল উপস্থিতি
ভেনিসের কয়েকটি বিখ্যাত স্থানে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন সানচেজের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই জমকালো অনুষ্ঠানে শোবিজ, রাজনীতি ও আর্থিক জগতের প্রথম সারির প্রায় ২৫০ জন ব্যক্তিত্ব অংশ নিয়েছেন। বান্ধবী পাওলা হার্ডকে নিয়ে উপস্থিত হয়েছিলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
গত বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বেজোস-সানচেজ দম্পতির তিন দিনব্যাপী বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। ওই দিন সন্ধ্যায় কানারেজিও এলাকার একটি মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল অর্তোয় জড়ো হন অতিথিরা। নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে কার্ডাশিয়ান-জেনার পরিবার, বিল গেটস, কার্লি ক্লস, অপরাহ উইনফ্রেসহ জনপ্রিয় তারকাদের ওয়াটার ট্যাক্সিতে করে অনুষ্ঠানস্থলে যেতে দেখা যায়। এ ছাড়া হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, গায়ক মিক জ্যাগার, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পসহ অনেক ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সব তারকার পোশাক, সাজসজ্জা ও ফ্যাশন ছিল চোখে পড়ার মতো। কিন্তু বিল গেটস সাদামাটা এক কালো স্যুট আর সাদা শার্ট পরেছিলেন। বয়সের সঙ্গে মাননসই এই মার্জিত পোশাকে তাঁকে চমৎকার লাগছিল। কালো অফ-শোল্ডার পোশাকে, গলায় মুক্তার মালা ও হালকা কানের দুলে পাওলা হার্ড ছিলেন অনবদ্য।
রয়টার্সের তথ্যমতে, এই বিয়ের আনুমানিক খরচ ৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা ২০২৫ সালে বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল বিয়েগুলোর একটি। লরেন সানচেজ তাঁর বিবাহ উৎসবের জন্য ২৭টি বিশেষ পোশাক প্রস্তুত করেছেন বলে জানা গেছে!
বেজোস-সানচেজ বিয়ের আগের রাতে ছিলেন গ্র্যান্ড ক্যানালের ধারে ১ হাজার ৬০০ শতাব্দীর বিলাসবহুল একটি প্যালাজ্জোতে, যেখান থেকে ভেনিসের ঐতিহাসিক রিয়ালতো ব্রিজ দেখা যায়।
বেজোস-সানচেজের বাগ্দান হয়েছিল ২০২৩ সালে ইতালির আমালফি উপকূলে। শোনা যায়, গেটস-পাওলা জুটি সেখানেও উপস্থিত ছিলেন।
২০২৫ সালের শুরুর দিকে পাওলা হার্ডের সঙ্গে সম্পর্কের কথা বিল গেটস নিজেই স্বীকার করেছেন। তখন তিনি বলেছিলেন, ‘পাওলার মতো একজন আন্তরিক সঙ্গীকে কাছে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। আমরা ভালো সময় কাটাচ্ছি, অলিম্পিকে যাচ্ছি, আরও সব দারুণ অভিজ্ঞতা হচ্ছে আমাদের।’
এই জুটিকে ২০২২ সালের লেভার কাপ টেনিস আসরে প্রথমবার একসঙ্গে দেখা যায়। এরপর দেখা যায় ২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনে। ২০২৪ সালে তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে লালগালিচায় হাঁটেন।