করোনা টিকা নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে এই ভাইরোলজিস্টকে ‘অর্ডার অব মেরিট ফর দ্য ফাদারল্যান্ড’ পুরস্কারে ভূষিত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যে ১৮ বিজ্ঞানী ২০২০ সালে স্পুতনিক ভি টিকা তৈরি করেছিলেন, তাঁদের একজন বোটিকভ।

রুশ তদন্তকারী কর্তৃপক্ষ এক টেলিগ্রাম বিবৃতিতে বলেছে, তারা বোটিকভের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করছে।

তদন্তকারীদের তথ্যমতে, গ্রেপ্তার যুবকের বয়স ২৯ বছর। তাঁর সঙ্গে বোটিকভের সঙ্গে তর্কবিতর্ক হয়েছিল। একপর্যায়ে তিনি বোটিকভকে বেল্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যাকাণ্ড শেষে তিনি পালিয়ে যান।

রুশ তদন্তকারী সংস্থা জানিয়েছে, বোটিকভের লাশ উদ্ধারের পরপরই সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেছেন। তাঁকে ইতিমধ্যে অভিযুক্ত করা হয়েছে। অতীতে তাঁর অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে। গুরুতর অপরাধের অভিযোগে তিনি আগে বিচারের মুখোমুখি হয়েছিলেন।