রাশিয়ায় নিজের ছেলেকে অপহরণ মামলায় মার্কিন নাগরিকের ৬ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের এক নাগরিককে ৬ বছরের কারাদণ্ড ও ১ লাখ রুবল (১ হাজার ৭৮ ডলার) জরিমানা করেছেন রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের একটি আদালত। তাঁর বিরুদ্ধে নিজের চার বছর বয়সী ছেলেকে অপহরণের অভিযোগ আনা হয়েছিল।
আদালতের রায়ে বলা হয়েছে, সাজার আদেশপ্রাপ্ত ওই মার্কিন নাগরিকের নাম ড্যানিয়েল জোসেফ স্নেইডার। তাঁর ছেলে রাশিয়ার নাগরিক। গত বছরের ২৯ জুলাই সন্তানকে নিয়ে রাশিয়া ত্যাগের চেষ্টা করেছিলেন স্নেইডার। তবে সন্তানের মায়ের অনুমতি নেননি। পরে তাঁকে পোল্যান্ড সীমান্ত থেকে গ্রেপ্তার করে রুশ সীমান্তরক্ষী বাহিনী।
রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে, ছেলেকে রাশিয়ার বাইরে নিতে তার মায়ের কাছে অনুমতি চেয়েছিলেন স্নেইডার। তবে অনুমতি পাননি। এ বিষয়ে স্নেইডারের আইনজীবীদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত আগস্টে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশের মধ্যে একটি বন্দিবিনিময় হয়েছিল। তখন মোট ২৪ জন কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। এর মধ্যে ১৬ জন রাশিয়া থেকে মুক্তি পেয়ে পশ্চিমা দেশগুলোতে ফিরেছিলেন। বিপরীতে পশ্চিম থেকে রাশিয়ায় ফিরেছিলেন আটজন।