আবার ফিরল প্রাচীন সৈকত
ইতালির প্রাচীন একটি সৈকত, যা প্রায় দুই হাজার বছর আগে মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতের ফলে ধ্বংস হয়ে গিয়েছিল। সেটি ঠিকঠাক করে পরে জনসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয়েছে। হারকিউলেনিয়াম প্রত্নতাত্ত্বিক উদ্যানের সৈকতটিকে সেই জায়গা বলে মনে করা হয়, যেখানে ৩০০ জনের বেশি মানুষ ৭৯ খ্রিষ্টাব্দে প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের বাঁচানোর জন্য বৃথা চেষ্টা করেছিল।
বছরের পর বছর ধরে প্রত্নতাত্ত্বিক খনন ও পুনরুদ্ধার কাজ করার পর গত বুধবার এটি জনসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয়। এ সময় মানুষের দেহাবশেষ এবং অন্যান্য আবিষ্কার থেকে এটা প্রমাণিত হয় যে এটি অগ্ন্যুৎপাতের কারণে ধ্বংস হয়েছিল।
হারকিউলেনিয়াম প্রত্নতাত্ত্বিক পার্কের পরিচালক ফ্রান্সেস্কো সিরানো বলেন, ‘এটি কেবল একটি পুনরুদ্ধার কাজই নয়, এটি একটি দুর্দান্ত গবেষণাকাজও ছিল। কারণ আমরা জানি, উন্মুক্ত প্রত্নতাত্ত্বিক স্থানে একটি সাইটকে আবার উপস্থাপন করার অর্থ হলো বৈজ্ঞানিক দিকগুলো অনুসন্ধান করতে সক্ষম হওয়া।’
হারকিউলেনিয়ামে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটি ছিল ‘লাস্ট ফিউজিটিভ’। ২০০১ সালে এই আবিষ্কার করেন গবেষকেরা। তাঁরা ওই সময় প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তির একটি কঙ্কাল ও তাঁর সবচেয়ে মূল্যবান রত্নসহ একটি ব্যাগ খুঁজে পান। তাঁরা ধারণা করেন, এই ব্যক্তি মূল্যবান কিছু নিয়ে সমুদ্র দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। ইতালির সংস্কৃতিমন্ত্রী গেন্নারো সাঙ্গিউলিয়ানো বলেন, ‘হারকিউলেনিয়াম, পম্পেই, ওপ্লোন্টিসসহ আমরা অনেক প্রকল্পে কাজ করছি।’