আত্মসমর্পণকারী সেনাদের হত্যা করা হচ্ছে: ইউক্রেন 

খারকিভ অঞ্চলে টহলরত ইউক্রেনের একদল সেনাফাইল ছবি: এএফপি

রাশিয়ার বিরুদ্ধে আত্মসমর্পণ করা দুই ইউক্রেনীয় সেনাকে হত্যার অভিযোগ উঠেছে। কিয়েভের দাবি, আত্মসমর্পণ করলেও রুশ সেনারা নিরস্ত্র ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে গুলি করে হত্যা করেছেন। গুলি করার সেই ঘটনাটির একটি ভিডিও চিত্র অনলাইন মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

আত্মসমর্পণ করার পরও তাদের দুই সেনাকে রুশ সেনাদের হত্যা করার এই ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ বলছেন ইউক্রেনের কর্মকর্তারা। তবে এ অভিযোগ নিয়ে রাশিয়া এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি।

গত শনিবার ভিডিওটি অনলাইনে প্রকাশিত হয়। তাতে দেখা যায়, গোপন একটি আস্তানা থেকে বেরিয়ে আসছেন দুই ব্যক্তি। তাঁদের একজন দুই হাত ওপরে তুলে ধরেছেন। তাঁদের সামনে দাঁড়িয়ে আছেন একদল সৈন্য। কিছুক্ষণ পর গুলির শব্দ ও ধোঁয়া ওড়ার মধ্য দিয়ে ভিডিওটি হঠাৎ শেষ হয়। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সরকারি কৌঁসুলির কার্যালয় জানাচ্ছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য-উপাত্ত অনুযায়ী গুলির এ ঘটনা ঘটেছে আভদিভকা শহরের অদূরে স্টেপভ নামের এক গ্রামে। এদিকে এএফপি জানিয়েছে, তাদের পক্ষে তাৎক্ষণিক ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। কৌঁসুলির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর উর্দি পরিহিত দুই নিরস্ত্র সেনা আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। কিন্তু রুশ সেনাবাহিনীর উর্দি পরা একদল লোক কাছ থেকে গুলি করে তাঁদের হত্যা করেছে। বন্দীদের এভাবে হত্যা করা জেনেভা কনভেনশনের চরম লঙ্ঘন।

রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিত

এদিকে গতকাল রোববার ইউক্রেন জানায়, রাশিয়ার ১০টি ড্রোন ভূপাতিত করেছে তারা। ইউক্রেনে হামলার জন্য ১২টি ড্রোন পাঠিয়েছিল মস্কো। এ ছাড়া নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি রুশ ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করেছে ইউক্রেন।