জার্মানির উত্তরাঞ্চলে বন্যা

জার্মানির উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের তিন প্রদেশে বন্যা দেখা দিয়েছে। ভারী বৃষ্টির কারণে এসব প্রদেশের নদীর পাড় ছাপিয়ে বিস্তৃত অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় কয়েক হাজার সাহায্যকারী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া হাজার হাজার স্থানীয় স্বেচ্ছাসেবক বন্যাকবলিত এলাকার লোকজনকে সাহায্যে কাজ করছেন।

বন্যার কবলে পড়া প্রদেশ তিনটি হলো—লোয়ার স্যাক্সনি, থুরিংগেন ও স্যাক্সনি-আনহাল্ট। বেশ কিছু অঞ্চলে পানির তোড়ে নদীরক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে।

জার্মানির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিম ও পশ্চিমাঞ্চলে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস গত রোববার লোয়ার স্যাক্সনি প্রদেশের বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। তিনি সাহায্যকারী ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি তিনি দেননি।

থুরিংগেন ও স্যাক্সনি-আনহাল্টের প্রদেশ দুটির সীমান্তে হেলমে নদীর পানির তোড়ে বাঁধ ভেঙে কৃষিজমি প্লাবিত হয়েছে। হেলমেসহ এ অঞ্চলের বেশ কয়েকটি বাঁধে বালুর বস্তা ফেলে সেগুলোকে রক্ষার চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসন বাঁধগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে।

ডের স্পিগেল পত্রিকার তথ্য অনুযায়ী, জার্মানির আবহাওয়া দপ্তর আগামী আরও কয়েক দিন লোয়ার স্যাক্সনিতে অবিরাম বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।