তদন্তের মুখে স্ত্রীর স্বার্থসংশ্লিষ্ট বিষয় জানিয়ে দিলেন সুনাক

স্ত্রী অক্ষতা মূর্তির ব্যবসায়িক স্বার্থ নিয়ে পার্লামেন্টের চলমান তদন্তের মধ্যেই এ বিষয়ে ঘোষণা এল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছ থেকে। তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর স্ত্রী অক্ষতার শিশুযত্ন-সংক্রান্ত একটি কোম্পানিতে শেয়ার রয়েছে। অভিযোগ উঠেছে, সরকার ঘোষিত নতুন নীতিমালায় অক্ষতার কোম্পানি সুবিধা পেতে পারে।

যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আজ বুধবার একটি হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়। তাতে প্রধানমন্ত্রী ঋষি সুনাক স্ত্রীর ব্যবসায়িক স্বার্থের বিষয়টি সামনে আনেন। এর আগে গত সোমবার প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর স্ত্রীর স্বার্থের বিষয়টি স্বচ্ছতার খাতিরে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

তবে যুক্তরাজ্যের বিরোধী দলগুলোর পক্ষ থেকে এ–সংক্রান্ত স্বচ্ছতা আনতে সব মন্ত্রীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রকাশের দাবি জানানো হচ্ছে। বুধবার ক্যাবিনেট অফিস প্রকাশিত তালিকায় সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তিকে ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারী হিসেবে উল্লেখ করা হয়।

অক্ষতা মূর্তির সম্পদ এবং তাঁর বাইরের কার্যক্রম স্বামী ঋষি সুনাকের রাজনৈতিক কর্মজীবনের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচিত হচ্ছে। তাঁর স্ত্রী অক্ষতা শিশুযত্ন-সংক্রান্ত কোম্পানিতে বিনিয়োগের চার বছর পর সে তথ্য সামনে আনলেন সুনাক। মন্ত্রীদের স্বার্থ নিয়ে নতুন তালিকা প্রকাশের পর বিষয়টি সামনে এল।

তালিকায় ঋষি সুনাক তাঁর স্ত্রীর বেশ কিছু কোম্পানিতে সরাসরি শেয়ারের কথা ঘোষণার পাশাপাশি ‘করু কিডস’ নামের একটি কোম্পানি অল্পকিছু শেয়ার থাকার বিষয়টি প্রকাশ করেন। তিনি এ নিয়ে বিশেষ ফুটনোট দেন। পারিবারিক স্বার্থের বিষয়ে তাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর স্ত্রী একজন ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারী। তাঁর এ–সংক্রান্ত কোম্পানি রয়েছে যার নাম ক্যাটামারান ভেঞ্চার্স ইউকে লিমিটেড। এ ছাড়া তিনি কয়েকটি কোম্পানির সরাসরি শেয়ারধারী।

আরও পড়ুন

ব্রিটিশ পার্লামেন্টের কমিশনার ফর স্ট্যান্ডার্ডস ড্যানিয়েল গ্রিনবার্গ ১৩ এপ্রিল এ নিয়ে তদন্ত শুরু করেছেন। সুনাক ওই কোম্পানিতে তাঁর স্ত্রীর অংশীদারত্বের কথা ঠিকমতো ঘোষণা করেছিলেন কি না এবং সরকারের ঘোষিত নতুন বাজেট নীতিতে তাঁর স্ত্রী ব্যবসায়িক সুবিধা পাচ্ছেন কি না এসবই খতিয়ে দেখা হচ্ছে। কোম্পানির রেকর্ড অনুযায়ী, ২০১৯ সালে অক্ষতা ওই কোম্পানিতে বিনিয়োগ করলেও গত চার বছর তা দেখানো হয়নি।

সুনাকের প্রেস সচিব এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, এ বিষয়টি কয়েক বছর ধরেই ঘটছে। এর আগের মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের উপদেষ্টারা তালিকায় বিষয়টি উল্লেখ করতে বলেননি।

আরও পড়ুন