রাশিয়ায় আটক মার্কিন সাংবাদিক গার্শকোভিচের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির আনুষ্ঠানিক অভিযোগ

ইভান গার্শকোভিচ
ফাইল ছবি রয়টার্স

রাশিয়ায় আটক যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগ রুশ কর্তৃপক্ষের। দেশটির বার্তা সংস্থা তাস শুক্রবার এ খবর জানায়। একই সঙ্গে তাসের প্রতিবেদনে বলা হয়, গার্শকোভিচ তাঁর বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন।

গত ৩০ মার্চ গার্শকোভিচকে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহর থেকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকের পরে ক্রেমলিন দাবি করেছিল, গুপ্তচরবৃত্তির চেষ্টাকালে গার্শকোভিচকে আটক করেছে তারা। তবে হোয়াইট হাউস তখন ক্রেমলিনের এই অভিযোগ ‘হাস্যকর’ আখ্যায়িত করে নিন্দা জানিয়েছিল।

মস্কোর অদূরে ইয়েকাতেরিনবার্গ শহর থেকে ৩১ বছর বয়সী গার্শকোভিচকে আটকের পর রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি দাবি করে, গার্শকোভিচ গোপনে রাশিয়ার একটি সামরিক খাত সম্পর্কিত তথ্য সংগ্রহের চেষ্টার সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়। তাই তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাতে তাস শুক্রবার জানায়, এফএসবির তদন্তকারীরা গার্শকোভিচের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছেন। তাতে বলা হয়েছে, গার্শকোভিচ দেশের (যুক্তরাষ্ট্র) স্বার্থে রাশিয়ার গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। তাই তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর গার্শকোভিচকে মস্কো আনা হয়েছে। ২৯ মে শুনানির আগপর্যন্ত সেখানেই তিনি বন্দী থাকবেন। দোষী সাব্যস্ত হলে গার্শকোভিচের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। বলা হচ্ছে, সোভিয়েত–পরবর্তী সময়ে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার প্রথম কোনো বিদেশি সাংবাদিক গার্শকোভিচ।

ওয়াল স্ট্রিট জার্নাল গার্শকোভিচের বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার এবং অবিলম্বে তাদের ‘বিশ্বস্ত ও নিবেদিত’ প্রতিবেদকের মুক্তি দাবি করেছে।

যুক্তরাষ্ট্র গার্শকোভিচের বিরুদ্ধে আনীত গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘হাস্যকর’ আখ্যায়িত করে তাঁকে মুক্তি দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনালাপে গার্শকোভিচকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। এদিকে হোয়াইট হাউস বলেছে, গার্শকোভিচের যে কনস্যুলার–সুবিধা পাওয়ার কথা, সেটা দিতে অস্বীকৃতি জানাচ্ছে রাশিয়া। কনস্যুলার–সুবিধা না পাওয়ার কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই।

শৈশবে পরিবারের সঙ্গে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যান গার্শকোভিচ। তিনি রুশ ভাষায় পারদর্শী। গত বছরের শুরুর দিকে তিনি ওয়াল স্ট্রিট জার্নালে যোগ দেন। এর আগে তিনি মস্কোতে এএফপির হয়ে কাজ করেছেন। এ ছাড়া ইংরেজি ভাষার সংবাদভিত্তিক ওয়েবসাইট মস্কো টাইমসেও কাজ করেছেন গার্শকোভিচ।