রাশিয়ায় দুর্নীতির অভিযোগে উপপ্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তার

উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভফাইল ছবি: রয়টার্স

বড় ধরনের ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার সন্দেহে রাশিয়ার নিরাপত্তা বাহিনী দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর একজন সহকারীকে গ্রেপ্তার করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত দুর্নীতির মামলায় দেশটিতে শীর্ষ পর্যায়ের কাউকে গ্রেপ্তার করার ঘটনা এটিই প্রথম।

রাশিয়ার তদন্ত কমিটির ২২ শব্দের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে গতকাল মঙ্গলবার আটক করা হয়েছে। তাঁকে আটক করার কারণ হিসেবে বিশেষ করে বড় অঙ্কের ঘুষ নেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন তদন্তকারীরা।

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ পরিচালনার দায়িত্বে আছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এখন হঠাৎ তাঁর সহকারীকে গ্রেপ্তার করার ঘটনায় দেশটির অভিজাত শ্রেণির মধ্যে লড়াই ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়েছে।

দোষী সাব্যস্ত হলে ১৫ বছরের কারাদণ্ডের মুখে পড়তে পারেন তিমুর ইভানভ।

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ পরিচালনার দায়িত্বে আছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এখন হঠাৎ তাঁর সহকারীকে গ্রেপ্তার করার ঘটনায় দেশটির অভিজাত শ্রেণির মধ্যে লড়াই ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়েছে।

ক্রেমলিন বলেছে, উপপ্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করার ঘটনা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী শোইগুকেও অবগত করা হয়েছে এ বিষয়ে। গ্রেপ্তার হওয়ার আগে গতকালই প্রতিরক্ষামন্ত্রী শোইগুর সভাপতিত্বে শীর্ষস্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের একটি বৈঠকে উপস্থিত ছিলেন ইভানভ।

২০১৬ সাল থেকে উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন ইভানভ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পদ ব্যবস্থাপনা, আবাসন, নির্মাণ ও বন্ধক-সম্পর্কিত বিষয় দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর গ্রেপ্তার হওয়া বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

রাশিয়ার কোমারস্যান্ট সংবাদপত্রের খবরে বলা হয়, ৪৮ বছর বয়সী ইভানভকে ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) গ্রেপ্তার করে। সংস্থাটি সাবেক সোভিয়েত আমলের কেজিবির উত্তরসূরি। প্রেসিডেন্ট পুতিন গত মাসে সংস্থাটিকে দেশের প্রতিরক্ষা খাত থেকে দুর্নীতি সমূলে উচ্ছেদ করার নির্দেশ দেন।

এদিকে রাশিয়ার ইজভেস্তিয়া সংবাদপত্র বলেছে, উপপ্রতিরক্ষামন্ত্রী ছাড়াও আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ খবরের সত্যতার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংবাদপত্রটি আরও উল্লেখ করেছে, ইভানভের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।