কে এই ইতালির মাফিয়া বস মাত্তেও দিনারো

ইতালির পালেরমো থেকে গ্রেপ্তার করা হয় দেশটির মোস্ট ওয়ান্টেড মাফিয়া বস মাত্তেও মেসিনা দিনারোকে। তাঁকে কারাবিনিয়েরি থানা থেকে বের করে নেওয়ার এই ছবি ভিডিও থেকে নেওয়া। ১৬ জানুয়ারি, ২০২৩
ছবি: রয়টার্স

মাফিয়া বস মাত্তেও মেসিনা দিনারোকে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ। দেশটিতে তিনি একজন ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী। ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলা দিয়ে ৩০ বছর পালিয়ে ছিলেন তিনি।

কে এই মাত্তেও মেসিনা দিনারো

মেসিনা দিনারোর কুখ্যাতির শেষ নেই। অভিযোগ রয়েছে, মানুষ খুন করতে তাঁর হাত কাঁপে না। এই কুখ্যাতির হাত ধরে ব্যাপক পরিচিতি পায় তাঁর মাফিয়া দল কোসা নোস্ত্রা। দিনারো দলটির হোতা ছিলেন।

১৯৯৩ সালের মাঝামাঝি সময় থেকে লোকচক্ষুর অন্তরালে চলে যান দিনারো। তাঁর বিষয়ে বেশ কিছু কথা প্রচলিত আছে। এর মধ্যে একটি হলো, তিনি গ্রেপ্তার এড়াতে প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে ফেলেছেন।

নিজের নির্মমতা নিয়ে নাকি নিজেই দম্ভ প্রকাশ করতেন দিনারো। তাঁর ভাষায়, ‘আমি একাই যত মানুষকে হত্যা করেছি, তাতে একটি আস্ত কবরস্থান ভরে যাবে।’ এটা অবশ্য শোনা কথা। দিনারোর আশপাশে থাকা লোকজন তাঁকে নিয়ে এমনটাই বলেছেন।

দিনারোকে ‘দিয়াবোলিক’ বলেও ডাকা হয়। এটি একটি কার্টুন চরিত্রের নাম। একসময় পশ্চিম ইতালির সিসিলিয়ান প্রদেশের ত্রাপানি শহরে কস্তা নোস্ত্রা চলত তাঁর ছড়ির ইশারায়। পরে তাঁর ক্ষমতার পরিধি আরও বেড়ে প্রাদেশিক রাজধানী পালেরমোতেও পৌঁছায়। গত সোমবার সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।  

প্লেবয় হিসেবে পরিচিত দিনারোর বেশ কিছু জিনিসের প্রতি ঝোঁক রয়েছে। এর মধ্যে রয়েছে রোলেক্স ঘড়ি, খ্যাতনামা ডিজাইনারদের পোশাক, কার্টুনের বই ও ভিডিও গেম। একবার তিনি ইতালির একটি ম্যাগাজিনের প্রচ্ছদও হয়েছিলেন। সেখানে কালো চশমায় তাঁকে রকস্টারদের মতো দেখাচ্ছিল। তবে এই সবকিছুর বাইরে দিনারোর আসল পরিচয় তিনি একজন হত্যাকারী।

যেসব অপরাধে তিনি অভিযুক্ত

দিনারোর জন্ম ১৯৬২ সালের ২৬ এপ্রিল, সিসিলির কাস্তেলভেতরানো এলাকায়। অপরাধজগতের মধ্যেই  তাঁর বেড়ে ওঠা। দিনারোর বাবা ছিলেন স্থানীয় একটি গোষ্ঠীর প্রধান। তাঁর ‘গডফাদার’ও ছিলেন দাঙ্গাবাজ একটি গোষ্ঠীর সদস্য। ১৯৮৯ সালে এমন দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অপরাধজগতে পা রাখেন দিনারো।

দিনারোকে গ্রেপ্তারের সময় তাঁকে নিরস্ত্র অবস্থায় পাওয়া গিয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এ সময় তাঁর পরনে ছিল সাধারণ রোগীদের পোশাক। হাতে ছিল দামি একটি  ঘড়ি। তদন্তকারীরা বলছেন, ঘড়িটির বাজারমূল্য প্রায় ৩৩ হাজার মার্কিন ডলার।

মেসিনা দিনারোর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে, ১৯৮৯ সালে হোটেলমালিক নিকোলা কনসালেসকে হত্যা। নিকোলা কনসালেস তাঁর হোটেলের একজন নারী কর্মীকে নিয়ে একটি অভিযোগ করেছিলেন। তবে তাঁর কপাল খারাপ ছিল। কারণ, ওই নারী কর্মী ছিলেন দিনারোর স্ত্রী।

এরপরে মাফিয়াদের বিরুদ্ধে কাজ করা বিচারক জিওভান্নি ফ্যালকোনিকে হত্যা করতে ১৯৯২ সালে রোমে গিয়েছিলেন কয়েক ব্যক্তি। তাঁদের একজন ছিলেন দিনারো। তবে ফ্যালকনকে অন্য ছকে ফেলে হত্যা করবেন বলে তাঁদের রোম থেকে ফিরিয়ে আনেন মাফিয়া দল কোরলেওয়ানের তৎকালীন নেতা তোতো রিনা। একই বছরের ২৩ মে ফ্যালকন এক গাড়ি বোমা হামলায় নিহত হন।

১৯৯২ সালে দিনারো তাঁর তিন মাসের অন্তঃসত্ত্বা সঙ্গীকে হত্যায় অভিযুক্ত হন। একই বছর তাঁর বিরুদ্ধে প্রতিপক্ষ মাফিয়া দল আলকামোর প্রধান ভিনসেঞ্জো মিলাজোকে হত্যার অভিযোগ ওঠে। দুজনের মরদেহ ইতালির গ্রামাঞ্চলে সমাহিত করা হয়েছিল।

১৯৯৩ সালের নভেম্বরে শিশু জিসেপ্পে দি মাত্তিওকে হত্যার নির্মমতার বিষয়টি ইতালির একটি আদালতে উঠে আসে। বলা হয়ে থাকে, নোসা কোস্ত্রাদের অপরাধের মধ্যে সবচেয়ে নির্মম ঘটনা ছিল সেটি। শিশুটিকে ৭৭৯ দিন আটকে রাখা হয়েছিল। পরে শ্বাসরোধে হত্যা করে তার শরীর অ্যাসিডে গলিয়ে ফেলা হয়। আদালত বলছেন, জিসেপ্পে দি মাত্তিওকে অপহরণের অন্যতম হোতা ছিলেন দিনারো। বিচারক ফ্যালকন হত্যায় রাজসাক্ষী হয়েছিলেন জিসেপ্পে দি মাত্তিওর বাবা।

ইতালির মোস্ট ওয়ান্টেড মাত্তেও মেসিনা দিনারোর এই ছবি ভিডিও থেকে নেওয়া
ছবি: রয়টার্স

১৯৯৩ সালে তোতো রিনাকে গ্রেপ্তারের পর দিনারোর বিষয়ে আরও নতুন নতুন তথ্য পায় পুলিশ। তোতো পুলিশকে জানিয়েছিলেন, অপরাধ করতে দিনারো নিত্যনতুন কৌশল অবলম্ব করতেন। ওই বছর ফ্লোরেন্স, মিলান ও রোমে বোমা বিস্ফোরণে যে হতাহতের (অন্তত ১০ জন নিহত ও শ খানেক আহত) ঘটনা ঘটেছিল, তার পেছনেও দিনারোর হাত রয়েছে। ওই হামলার চালানোর জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করেছিলেন তিনি।

এত দিন কীভাবে গ্রেপ্তার এড়ালেন দিনারো?

১৯৯৩ সালের মাঝামাঝি সময় থেকে লোকচক্ষুর অন্তরালে চলে যান দিনারো। তাঁর বিষয়ে বেশ কিছু কথা প্রচলিত আছে। এর একটি হলো, তিনি গ্রেপ্তার এড়াতে প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে ফেলেছেন।

১৯৯৪ ও ১৯৯৬ সালে রাজসাক্ষী হওয়া বেশ কয়েকজন সন্ত্রাসী গোষ্ঠীর নেতাদের জবানবন্দিতে দিনারো ও কোসা নোস্ত্রার বিষয় উঠে আসে। ২০০০ সালে কোসা নোস্ত্রার বিরুদ্ধে করা একটি মামলায় শত শত আসামিকে সাজা দেন ইতালির আদালত। এ সময় দিনারোর অনুপস্থিতিতেই তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওই বিচার ‘ম্যাক্সি ট্রায়াল’ নামে পরিচিত।

মাফিয়া কর্মকাণ্ড চালিয়ে যেতে বিশেষ পিজ্জিনিব্যবস্থার সহায়তা নিতেন দিনারো। এই ব্যবস্থায় ছোট ছোট চিরকুটের মাধ্যমে বার্তার আদান-প্রদান করতেন তিনি। কাজকর্মের মতো বন্ধ হয়নি তাঁর আয়ও। দিনারো বিভিন্ন খাত থেকে অর্থ উপার্জন করতেন। মাদক পাচার থেকে জুয়া—হেন কাজ নেই তাঁর ছত্রচ্ছায়ায় হতো না। এই অপরাধ শুধু ইতালিতেই সীমাবদ্ধ ছিল না, বহির্বিশ্বেও ছড়িয়ে পড়েছিল।

এত দিনেও কেন দিনারোকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তার একটি ধারণা পাওয়া যায় ২০১৫ সালে ইতালির প্রসিকিউটর তেরেসা প্রিনসিপাতোর এক বক্তব্যে। তিনি বলেছেন, তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না, কারণ তিনি উচ্চ পর্যায়ের বলয় দ্বারা সুরক্ষিত রয়েছেন। তবে ওই বলয় বলতে তিনি কোনো রাজনীতিক বা প্রতিষ্ঠানকে বুঝিয়েছেন কি না, তা পরিষ্কার করেননি।

২০২০ সালে দিনারোর ঘনিষ্ঠ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্য দিয়ে তাঁকে গ্রেপ্তারের পথে আরও এগিয়ে যায় ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বছরের অক্টোবরে জজ ফ্যালকন হত্যায় দিনারোকে তাঁর অনুপস্থিতিতে আবার কারাদণ্ড দেওয়া হয়।

দিনারোকে গ্রেপ্তার

দিনারোকে গ্রেপ্তারের সময় তাঁকে নিরস্ত্র অবস্থায় পাওয়া গিয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এ সময় তাঁর পরনে ছিল সাধারণ রোগীদের পোশাক। হাতে ছিল দামি একটি  ঘড়ি। তদন্তকারীরা বলছেন, ঘড়িটির বাজারমূল্য প্রায় ৩৩ হাজার মার্কিন ডলার। গ্রেপ্তারের সময় দিনারো কোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেননি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা লুসিও আরসিদিওকোনো।

দিনারো কিসের চিকিৎসা নিচ্ছেন, তা ইতালি সরকার জানায়নি। তবে লা মাদালিনা নামের ওই ক্লিনিক ক্যানসারের চিকিৎসার জন্য বিখ্যাত। ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি এই ক্লিনিকে এক বছর ধরে চিকিৎসা নিচ্ছেন। এক সংবাদ সম্মেলনে সরকার জানিয়েছে, কারা হাসপাতালেও দিনারোর চিকিৎসা চলতে পারে।

অনুবাদ: মো. ছানাউল্লাহ