ইউক্রেনের দক্ষিণ ও উত্তরাঞ্চলে বড় পরিসরে ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত আটটা থেকে ভোর চারটা পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো নিশানা করে এসব হামলা চালানো হয়।
ইউক্রেনের বিমানবাহিনী আজ শনিবার এ খবর জানিয়ে দাবি করেছে, রাশিয়ার ছোড়া ৩৮টি ড্রোনের মধ্যে ২৯টি ভূপাতিত করেছে তারা।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সেনা কমান্ড বলেছে, ওদেসা অঞ্চলে একটি জ্বালানি অবকাঠামোতে হামলা হয়েছে। এ ছাড়া প্রশাসনিক একটি ভবনে ড্রোন থেকে হামলা করা হয়েছে।
উত্তরের চেরনিহিব অঞ্চলেও ড্রোন হামলায় দুটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন ইউক্রেনের রাজধানী কিয়েভেও ড্রোন হামলা হয়েছে।
চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কিয়েভে ড্রোন হামলা চালাল রুশ বাহিনী।