ছবিতে ব্রাজিলে নজিরবিহীন দাঙ্গা

ব্রাজিলে নজিরবিহীন দাঙ্গায় রোববার একযোগে দেশটির কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন সরকারি ভবনে তাণ্ডব চালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর উগ্র ডানপন্থী সমর্থকেরা। অক্টোবরের নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে বলসোনারোর পরাজয় মেনে নিতে পারেননি। শেষ পর্যন্ত তাঁদের হটিয়ে গুরুত্বপূর্ণ এসব সরকারি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১ / ১৪
ব্রাজিলের পার্লামেন্ট ভবন কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন সরকারি ভবনে হামলা ও ভাঙচুর চালান বলসোনারো সমর্থকেরা।
৩ / ১৪
প্রেসিডেন্ট প্রাসাদের একটি কক্ষ তছনছ করছেন দাঙ্গাবাজদের কয়েকজন।
৪ / ১৪
প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে একটি কক্ষের দরজায় লাথি মারছেন একজন।
৫ / ১৪
প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে একটি কক্ষে তাণ্ডবরত দুই দাঙ্গাবাজ।
৬ / ১৪
প্রেসিডেন্ট প্রাসাদ থেকে দাঙ্গাবাজদের হটাতে অ্যাকশনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
৭ / ১৪
প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে তাণ্ডবরত বলসোনারো সমর্থকেরা।
৮ / ১৪
দাঙ্গাবাজদের সংখ্যা বেশি হওয়ায় শুরুতে পিছু হটতে বাধ্য হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
৯ / ১৪
প্রেসিডেন্ট প্রাসাদ থেকে দাঙ্গাবাজদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে।
১০ / ১৪
ভাঙচুর হওয়া আসবাব প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে জড়ো করে রাখা হয়েছে।
১১ / ১৪
ক্ষতিগ্রস্ত সুপ্রিম কোর্ট ভবন পরিদর্শনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১২ / ১৪
দাঙ্গাকবলিত এলাকায় পৌঁছাতে পুলিশকে বাধা দিচ্ছেন বলসোনারো সমর্থকেরা।
১৩ / ১৪
দেশটির জাতীয় রঙের পোশাক পরে এবং গায়ে জাতীয় পতাকা জড়িয়ে হামলায় অংশ নেন দাঙ্গাবাজেরা।
১৪ / ১৪
বিক্ষোভের সময় প্রার্থনারত বলসোনারোর এক সমর্থক। তাঁর সুরক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছেন আরেক সমর্থক।