সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভুক্তিতে সায় দেবে হাঙ্গেরি

যুদ্ধের পর ন্যাটোতে ভাঙন ধরার আশঙ্কা করা হলেও জো বাইডেনের দাবি, ‘বর্তমানে ন্যাটো যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী’ছবি: এএফপি

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের সদস্য হওয়ার প্রক্রিয়ায় শেষ বাধা হয়ে ছিল হাঙ্গেরি। আগামী সোমবার সুইডেনের পক্ষে সায় দিতে রাজি হয়েছে হাঙ্গেরির ক্ষমতাসীন দল। দলটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

নানামুখী আলোচনা-সমালোচনার পর ন্যাটো জোটের সদস্য হতে গত বছর আনুষ্ঠানিক আবেদন করেছিল সুইডেন ও ফিনল্যান্ড। এর মধ্য দিয়ে দেশ দুটি কয়েক দশকের নিরপেক্ষতার নীতি ত্যাগ করে।

মূলত রাশিয়ার আগ্রাসনের ভয়ে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হতে চায়। নীতিগতভাবে স্টকহোমকে সমর্থন করলেও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে নিয়ে সমালোচনার কারণে সুইডেনকে ন্যাটো জোটে নিতে রাজি ছিল না হাঙ্গেরি।