ফিনল্যান্ডে ছুরিকাঘাতে কয়েকজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

রাটিনা শপিং সেন্টারের বাইরে পুলিশের একটি গাড়ি। ফিনল্যান্ডের তাম্পেরে শহরে, ৩ জুলাই ২০২৫ছবি: রয়টার্স

ফিনল্যান্ডের তাম্পেরে শহরে গতকাল বৃহস্পতিবার একটি শপিং সেন্টারের কাছে ছুরিকাঘাতের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশ আহত মানুষের সংখ্যা ও অন্যান্য বিস্তারিত তথ্য তাৎক্ষণিক জানাতে পারেনি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার পর পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে তারা ছুরিকাঘাতের খবর পায়। রাটিনা শপিং সেন্টারের বাইরের এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং এক ঘণ্টারও বেশি সময় ধরে পুলিশ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে।

তাম্পেরে শহরে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ বাস করে। এটি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) উত্তরে অবস্থিত।