বাইডেনের অধীন রাশিয়া–যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়ন অসম্ভব: রুশ রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভছবি: রয়টার্স

প্রেসিডেন্ট জো বাইডেনের অধীন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়নের প্রত্যাশা করাটা অর্থহীন বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ। সম্প্রচারমাধ্যম চ্যানেল ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

আনাতোলি আন্তোনোভ বলেছেন, অদূর ভবিষ্যতে রাশিয়া–যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন অসম্ভব মনে হচ্ছে। বর্তমানের প্রশাসনের (মার্কিন) নজর এখন কীভাবে হোয়াইট হাউসের ওভাল অফিসে টিকে থাকা যায়। তারা তাদের রাশিয়া নীতি পর্যালোচনা করবে না। কারণ, তাতে তাদের এই নীতি ব্যর্থ হবে বলে প্রতীয়মান হবে।

রাষ্ট্রদূত জানান, মস্কোর কনসার্ট হলে সন্ত্রাসী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো একজন সিনেটর বা কংগ্রেস সদস্য সমবেদনা জানাতে রুশ দূতাবাস সফর করবেন বলে তিনি আশা করেছিলেন, কিন্তু সে রকম কিছুই ঘটেনি।

সেখানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একজন কর্মকর্তাকে পাঠিয়েছেন জানিয়ে আনাতোলি আন্তোনোভ বলেন, ওই কর্মকর্তা মার্কিন পররাষ্ট্রনীতি নির্ধারণের সঙ্গে সংশ্লিষ্ট কেউ নন।