যুক্তরাজ্যে টিকটককে ১ কোটি ২৭ লাখ পাউন্ড জরিমানা

চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক
ছবি: এএফপি

যুক্তরাজ্যে উপাত্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে ১ কোটি ২৭ লাখ পাউন্ড জরিমানা করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের তথ্য কমিশনারের কার্যালয় মঙ্গলবার জানিয়েছে, উপাত্ত সুরক্ষা আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছে টিকটক। মা–বাবার অনুমতি ছাড়া ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য–উপাত্ত ব্যবহার করছে। এ ছাড়া শিশুদের টিকটক ব্যবহার বন্ধ ও তাদের অ্যাকাউন্ট মুছে ফেলতেও যা করা প্রয়োজন, তা করছে না।

২০২০ সালের হিসাবে বয়সসীমার বিষয়টি নিয়ে টিকটক পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় যুক্তরাজ্যে ১৪ লাখের বেশি ১৩ বছরের কম বয়সী শিশু প্ল্যাটফর্মটি ব্যবহার করছে। যদিও প্রতিষ্ঠানটির নিজস্ব নিয়ম অনুযায়ী এ বয়সী শিশুরা টিকটক ব্যবহার করতে পারার কথা নয়। তথ্য কমিশনারের কার্যালয় বলেছে, যুক্তরাজ্যের উপাত্ত সুরক্ষা আইনে শিশুর ইন্টারনেট ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা নেই। তবে শিশুদের তথ্য–উপাত্ত ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোকে অভিভাবকদের অনুমতি নিতে হয়।

উপাত্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে টিকটককে জরিমানা করার বিষয়টি জানিয়ে তথ্য কমিশনার জন এডওয়ার্ডস বলেন, ‘সাধারণ দুনিয়ার মতো ডিজিটাল–দুনিয়াতেও আমাদের শিশুদের সুরক্ষিত রাখতে আমাদের দেশে আইন রয়েছে। কিন্তু টিকটক এ ক্ষেত্রে আমাদের দেশের বিদ্যমান এসব আইন মেনে চলছে না।’

জন এডওয়ার্ডস আরও বলেন, ‘টিকটকেরই এটা ভালো জানা উচিত। টিকটক আরও ভালো কিছু করতে পারত। তাদের যে বড় ধরনের ব্যর্থতা আছে, এ জরিমানা তাই তুলে ধরেছে। কারা টিকটক ব্যবহার করছে এবং কম বয়সী যেসব শিশু ব্যবহার করছে, তাদের অ্যাকাউন্ট মুছে ফেলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি টিকটক।’

উপাত্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যের জরিমানা করার প্রতিক্রিয়ায় টিকটকের এক মুখপাত্র বলেছেন, ‘যাদের বয়স ১৩ বা এর বেশি, তাদের জন্যই টিকটক। কম বয়সী শিশুরা যাতে টিকটক ব৵বহার করতে না পারে, এ জন্য আমরা কাজ করছি। বিষয়টি নিশ্চিতে আমাদের ৪০ হাজার কর্মী নিরলস কাজ করছেন।’

যুক্তরাজ্যের মতো একই অভিযোগে ২০১৯ সালে টিকটককে ৫৭ লাখ ডলার জরিমানা করেছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন। সে সময় টিকটককে করা এটা ছিল সর্বোচ্চ জরিমানা। এ ঘটনার পর টিকটক প্রতিশ্রুতি দিয়েছিল, তারা শিশুর বিষয়টিতে উন্নতি ঘটাবে ও কম বয়সীদের যথোপযুক্ত কনটেন্ট প্রদর্শন করবে।