এআই মানুষকে হাসাতে না পারা পর্যন্ত তা লেখকদের জন্য হুমকি নয়: সালমান রুশদি

হে ফেস্টিভ্যালের অনুষ্ঠানে কথা বলছেন সালমান রুশদি। যুক্তরাজ্যের ওয়েলসের হে-অন-ওয়াই, ১ জুন ২০২৫ছবি: হে ফেস্টিভ্যাল নামের এক্স অ্যাকাউন্ট থেকে

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) লেখকদের জন্য তখনই হুমকি হয়ে উঠবে, যখন এটি এমন বই লিখতে পারবে, যা মানুষকে হাসাতে পারবে। গতকাল রোববার যুক্তরাজ্যের ওয়েলসের হে-অন-ওয়াই শহরে হে ফেস্টিভ্যালে তিনি এই মন্তব্য করেছেন।

সালমান রুশদি বলেন, ‘আমি কখনো এআই ব্যবহার করিনি। এমনকি আমি ভাবতেও পছন্দ করি না যে সত্যিই ওটা [এআই] আছে।’

এআইয়ের সমস্যা কী, এমন এক প্রশ্নের জবাবে রুশদি বলেন, ‘এটার নিজস্ব কোনো রসবোধ নেই। আপনি চ্যাটজিপিটির বলা কোনো কৌতুক শুনতে চাইবেন না। যেদিন চ্যাটজিপিটি মজার কোনো বই লিখে ফেলবে, ধরে নিতে হবে সেদিনই আমাদের কপালে শনির ঘণ্টা বেজে গেছে।’

২০২২ সালে নিউইয়র্কে বক্তৃতা দিতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন সালমান রুশদি। হামলাকারী ২৭ বছর বয়সী হাদি মাতারকে গত মে মাসে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।