যুক্তরাজ্যে বেড়েছে বিদ্যুতের দাম, তাল মেলাতে বোনাস পাচ্ছেন কর্মীরা

ফাইল ছবি

বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক সংকটের মধ্যে যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশে বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। বাড়তি খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন মানুষ। এ অবস্থা থেকে উত্তরণে নানা উদ্যোগ নিচ্ছে দেশগুলো। তেমনি একটি নতুন উদ্যোগ নিয়ে যুক্তরাজ্যের একটি বেসরকারি প্রতিষ্ঠান। বিদ্যুতের বিল বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে। এ জন্য প্রতিষ্ঠানটির কর্মীদের বেতন সঙ্গে মাসে মাসে পাবেন আলাদা অর্থ।

‘টাইমস নাউ’–এর খবরে বলা হয়েছে, ব্রিটিশ টেলিযোগাযোগ সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ফোর কম’ কর্মীদের বোনাস দিচ্ছে। বিদ্যুতের বিল বেশি হওয়ায় জীবনযাপনে ব্যয় বেড়েছে। এ জন্য বোনাস দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের কর্মীরা প্রতি মাসে বেতনের সঙ্গে আরও অতিরিক্ত কিছু ডলার পাবেন।

ফোর কমের ব্যবস্থাপনা পরিচালক ডারন হাট সিদ্ধান্ত নিয়েছেন, প্রতি মাসে সংস্থার কর্মীদের বেতনের সঙ্গে অতিরিক্ত ২৩৬ মার্কিন ডলার দেওয়া হবে। মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে আর বিদ্যুতের বিল মেটাতে এ টাকা দেওয়া হবে। ৯৫ টাকা প্রতি ডলার ধরলে বাংলাদেশি ২২ হাজার ৪২০ টাকা অতিরিক্ত পাবেন প্রত্যেক কর্মী। ‘এনার্জি সাপোর্ট প্রোগ্রাম’ নামের এ বিশেষ উদ্যোগের কথা গত সপ্তাহেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ বোনাস পাবেন কর্মীরা।
১৯৯৯ সালে যাত্রা শুরু করেছিল ফোর কম। বর্তমানে এ প্রতিষ্ঠানের ব্যবসা ভালো চলছে।