রিসেপ তাইয়েপ এরদোয়ানের পোস্টার
ছবি: রয়টার্স ফাইল ছবি

তুরস্কে নির্বাচনী প্রচারে ব্যবহৃত একটি পোস্টারে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছবিতে গোঁফ এঁকে দিয়েছিল এক কিশোর। এর জেরে গতকাল মঙ্গলবার ১৬ বছর বয়সী ওই কিশোরকে আটক করে সংশোধনাগারে পাঠিয়েছে কর্তৃপক্ষ। দেশটির কয়েকটি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

দৈনিক সংবাদপত্র বিরগুন, কামহুরিয়েত ও বেসরকারি টেলিভিশন চ্যানেল হালক টিভিসহ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, ওই কিশোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেরসিন শহরের বাসিন্দা। তার বিরুদ্ধে নিজ বাড়ির কাছে লাগানো একটি পোস্টারে কলম দিয়ে এরদোয়ানের মুখের ওপর ‘হিটলার গোঁফ এঁকে দেওয়া এবং অপমানজনক মন্তব্য’ লেখার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

এরদোয়ান: দুই দশক ধরে তুরস্কের রাজনীতিতে আধিপত্য যাঁর

সিসিটিভি ক্যামেরায় শনাক্ত করার পর ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, নিজ বাড়িতেই কর্তৃপক্ষ তার জবানবন্দি নিয়েছে। জবানবন্দি অনুযায়ী, সে এরদোয়ানের ছবিতে গোঁফ আঁকার কথা স্বীকার করেছে। তবে সে বলছে, ছবির সঙ্গে থাকা মন্তব্যগুলো তার নয়।

হালক টিভির প্রতিবেদন বলছে, ওই কিশোরকে সরকারি কৌঁসুলির সামনে হাজির করা হয়েছিল। ‘প্রেসিডেন্টকে অপমান’ করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে একটি কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন এরদোয়ান

২০ বছর ধরে তুরস্কের শাসনক্ষমতায় আছেন এরদোয়ান। গত ২৮ মে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মধ্য দিয়ে আরও পাঁচ বছরের জন্য তাঁর মেয়াদ বেড়েছে।

তুরস্কের আইন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে ‘প্রেসিডেন্টকে অপমান’-এর ঘটনা প্রায়ই ঘটছে। গত বছর এ ধরনের ঘটনায় মোট ১৬ হাজার ৭৫৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।