নিজেদের ড্রোন নিজেরাই ভূপাতিত করল ইউক্রেন

ইউক্রেনের কিয়েভের আকাশে উড়ন্ত একটি ড্রোন
ছবি: রয়টার্স

ইউক্রেনের বিমানবাহিনী গতকাল বৃহস্পতিবার রাজধানী কিয়েভে নিজেদের ওড়ানো একটি ড্রোন ভূপাতিত করেছে। তারা বলছে, ড্রোনটি কিয়েভের আকাশে নিয়ন্ত্রণহীনভাবে উড়ছিল।

গতকাল সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের কাছের একটি এলাকায় দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি ভূপাতিত করার সময় ১৫ থেকে ২০ মিনিট ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক শুরুতে বলেছিলেন, শত্রু পক্ষের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। পরে বিমানবাহিনী স্বীকার করে এটি ইউক্রেনেরই ড্রোন ছিল। ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এড়াতে এটি ধ্বংস করা হয়েছে।

বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বায়রাক্তার টিবি২ ইউএভি (চালকবিহীন বিমান) কিয়েভ অঞ্চলে রাত প্রায় আটটার দিকে নিয়ন্ত্রণ হারায়। রাজধানীর (কিয়েভের) আকাশে চালকবিহীন বিমানের অনিয়ন্ত্রিত উপস্থিতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ড্রোনটি ভূপাতিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ভূপাতিতের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ড্রোন ভূপাতিত করা প্রসঙ্গে বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ঘটনা দুঃখজনক, তবে এটি তো প্রযুক্তির বিষয়। এমন ঘটনা হয়ে থাকে। সম্ভবত কারিগরি ত্রুটি (ড্রোনটিতে) দেখা দিয়েছিল। কারণ জানার চেষ্টা চলছে।’

ড্রোন ভূপাতিত করার মুহূর্তের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ড্রোনটি ভূপাতিত করার পর উল্লাস করার শব্দ পাওয়া গেছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, সোলোমিয়ানস্কি এলাকার যে ভবনটি ওপর ড্রোনটি পড়েছে, সেখানে আগুন ধরে গিয়েছিল। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টায় গত বুধবার ক্রেমলিনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে রাশিয়ার অভিযোগের পর এ ভূপাতিত করার ঘটনা ঘটল। রাশিয়া বলছে, হামলার সময় পুতিন ভবনটিতে ছিলেন না।

গতকাল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে এ হামলার পেছনে আছে।’ তবে তিনি তাঁর এ দাবির ব্যাপারে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।