ভূমধ্যসাগরে নৌকা বিকল হয়ে ৬০ অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন, বললেন সহযাত্রীরা

এসওএস মেডিটেরেনির ওশেন ভাইকিং জাহাজে উদ্ধার হওয়া একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছেছবি: রয়টার্স

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করার সময় ভূমধ্যসাগরে একটি যন্ত্রচালিত নৌকা বিকল হয়ে কমপক্ষে ৬০ জন অভিবাসী মারা গেছেন। ওই নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া মানুষদের বরাতে ফ্রান্সের মার্সেইভিত্তিক মানবিক সহায়তা সংস্থা এসওএস মেডিটেরেনি এ তথ্য জানিয়েছে।

এসওএস মেডিটেরেনির উদ্ধারকারী জাহাজ ওশেন ভাইকিং ভূমধ্যসাগরে ভাসমান বিভিন্ন নৌকা থেকে ২২৪ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া মানুষদের নিয়ে জাহাজটি এখন ইতালির বন্দরের দিকে যাচ্ছে।

ওশেন ভাইকিংয়ে থাকা মানুষদের মধ্যে ২৫ জন উদ্ধার হয়েছেন লিবিয়ার জায়িয়া থেকে ছেড়ে আসা নৌকা থেকে। ৮ মার্চ নৌকাটি লিবিয়া থেকে রওনা করেছিল। আর তিন দিন পরই এর ইঞ্জিন নষ্ট হয়ে যায়।

এসওএস মেডিটেরেনি বলছে, কয়েক দিন ধরে খাওয়ার জন্য খাবার ও পানি কিছুই পাননি বলে উদ্ধার হওয়া মানুষেরা তাদের জানিয়েছেন।

যাঁদের প্রাণহানির কথা বলা হচ্ছে, তাঁরা কীভাবে মারা গেলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এএফপিও তাৎক্ষণিকভাবে মৃত্যুর খবরটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।

এসওএস মেডিটেরেনিকে ইতালির পূর্ব উপকূলে আনকোনায় যেতে বলা হয়েছে। এসওএস মেডিটেরেনি বলছে, তাদের বর্তমান অবস্থান থেকে জায়গাটির দূরত্ব ১ হাজার ৪৫০ কিলোমিটার। কাছাকাছি কোনো জায়গায় জাহাজটি ভেড়ানোর অনুমতি দিতে ইতালীয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে তারা।

মধ্য ভূমধ্যসাগর এলাকায় নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ার ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

আরও পড়ুন

২০১৬ সাল থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর থেকে ৩৯ হাজার মানুষকে উদ্ধার করেছে এসওএস মেডিটেরেনি। বেশির ভাগই উদ্ধার হয়েছে মধ্য ভূমধ্যসাগর এলাকা থেকে। অভিবাসনপ্রত্যাশীদের ব্যবহৃত সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ এটি।  

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসাব অনুসারে, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করার সময় ৩ হাজার ১০৫ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন নয়তো নিখোঁজ হয়েছেন। আর চলতি বছরের এ পর্যন্ত মারা গেছেন ২৭৮ জন।