শস্য রপ্তানির বিকল্প পথ নিয়ে ইউক্রেনের আলোচনা

শস্য রপ্তানিতে নতুন পথ ব্যবহারের কথা ভাবছে ইউক্রেন
ফাইল ছবি: রয়টার্স

কৃষ্ণসাগরে রাশিয়ার নিষেধাজ্ঞার মুখে বিকল্প পথে খাদ্যশস্য রপ্তানি করতে চাইছে ইউক্রেন। এ লক্ষ্যে গতকাল সোমবার গ্রিসের রাজধানী এথেন্সে কৃষ্ণসাগর–সংলগ্ন দেশ বুলগেরিয়ার প্রধানমন্ত্রী নিকোলাই দেনকভের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই পথ চালু হলে ইউক্রেনের শস্য রপ্তানি অনেকটাই স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর অভিযান শুরুর পর কৃষ্ণসাগর হয়ে শস্য রপ্তানির একটি চুক্তি হয়েছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সম্প্রতি ওই চুক্তি থেকে সরে এসেছে মস্কো। এরপর নতুন পথে শস্য রপ্তানির চেষ্টা চালাচ্ছে ইউক্রেন।

রাশিয়ার চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর অবশ্য জাহাজ চলাচলের জন্য নিজস্ব একটি পথ তৈরি করেছে কিয়েভ। তবে কৃষ্ণসাগরের রুশ যুদ্ধজাহাজের অধিপত্যের কারণে ওই পথের নিরাপত্তা নিয়েও ঝুঁকি রয়েছে। এরই মধ্যে গত সপ্তাহে প্রথমবারের মতো ইউক্রেনের ওদেসা বন্দর থেকে রোমানিয়া ও বুলগেরিয়া–সংলগ্ন কৃষ্ণসাগর হয়ে তুরস্কের জলসীমায় পৌঁছায় বাণিজ্যিক একটি জাহাজ। এরপর ওই পথ ব্যবহারে তৎপরতা শুরু করেছে ইউক্রেন।

আরও পড়ুন

সোমবার জেলেনস্কি–দেনকভের সাক্ষাতের পর ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়, কৃষ্ণসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিকল্প পথে খাদ্যশস্য রপ্তানি শুরু করতে এই সাগর–সংলগ্ন দেশগুলোর সহযোগিতার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবারও রাশিয়ার মস্কো ও ব্রিয়ানস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিয়ানস্ক অঞ্চলে দুটি ড্রোন হামলার আগেই ঠেকিয়ে দেওয়া হয়েছে। মস্কোয় আরও দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মস্কোর তিনটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগতি ছিল। এর আগের দিন সোমবার কৃষ্ণসাগর অঞ্চলে দুটি ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

অপরদিকে গতকাল ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চল ও ক্রিভি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই হামলায় একজন নিহত হয়েছেন এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন