স্তালিন যুগের ‘মাদার হিরোইন’–এ ফিরছেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ছবি: রয়টার্স ফাইল ছবি

সোভিয়েত যুগের ‘মাদার হিরোইন’ পুরস্কার পুনর্বহাল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আওতায় ১০ সন্তান জন্মদানকারী মাকে এককালীন নগদ অর্থ প্রদান করা হবে। দেশের জনসংখ্যা ক্রমাগত কমতে থাকায় জন্মহার বাড়াতে উদ্বুদ্ধ করার জন্য এ প্রণোদনা দেওয়া হবে। খবর মস্কো টাইমসের।

গত সোমবার ‘মাদার হিরোইন’ পুরস্কার পুনর্বহালের আদেশে স্বাক্ষর করেন পুতিন। এ উপাধি প্রদানের ব্যবস্থাটি সর্বপ্রথম ১৯৪৪ সালে সোভিয়েত নেতা জোসেফ স্তালিন প্রবর্তন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জনসংখ্যা অনেক কমে যাওয়ায় ১০ বা তার বেশি সন্তান জন্মদানকারী মায়েদের এ পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছিলেন তিনি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এ পুরস্কার প্রদানের প্রচলন বন্ধ করে দেওয়া হয়।

সোভিয়েত যুগের মতো করেই যে মা ১০ জন কিংবা তার বেশি সন্তান জন্ম দেবেন, তাঁকে মাদার হেরোইন খেতাব প্রদান করা হবে।
পুতিনের আদেশ অনুযায়ী, ‘মাদার হিরোইন’ খেতাব অর্জনকারী নারীদের এককালীন ১০ লাখ রুশ রুবল (১৬ হাজার ডলার) দেওয়া হবে। দশম জীবিত সন্তানের বয়স এক বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সে অর্থ প্রদান করা হবে।

পুতিনের আদেশে আরও বলা হয়, যুদ্ধে সন্ত্রাসী হামলায় কিংবা জরুরি পরিস্থিতিতে সন্তান হারানো নারীরাও এ উপাধি অর্জনের যোগ্য বলে বিবেচিত হবেন।
হিরো অব রাশিয়া এবং হিরো অব লেবারের উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় আদেশগুলোর মতো একই মর্যাদা পাবে মাদার হিরোইন খেতাব।

পুতিন দাবি করেছেন, গত ১ জুন রাশিয়ায় শিশু দিবসের ছুটির দিনে তিনি প্রথম যখন মাদার হিরোইন উপাধি পুনর্বহালের প্রস্তাব করেন, তখন থেকেই রাশিয়ার বিভিন্ন পরিবারকে এ ব্যাপারে আগ্রহী হতে দেখা গেছে।

রাশিয়ার জনসংখ্যা কয়েক দশক ধরে কমছে। ২০২২ সালের শুরুতে জনসংখ্যা প্রায় চার লাখ কমে গিয়ে ১৪ কোটি ৫১ লাখে পৌঁছেছে। ২০২১ সাল থেকে রাশিয়ায় জনসংখ্যা কমার হার প্রায় দ্বিগুণ হয়েছে। করোনা মহামারিকে কেন্দ্র করে জনসংখ্যা অনেক কমে গেছে।