ছোট্ট একটি পুল। সেটি বরফ আর পানিতে ভরা। এমন হিমশীতল পানিতে নামার কথা ভাবলেই হয়তো অনেকের গা শিউরে উঠবে। সে পানিতে কয়েক মিনিট বসে থাকা তো রীতিমতো অসাধ্য ব্যাপার।
সম্প্রতি পোল্যান্ডের একটি শহরের কর্তৃপক্ষ এমন অসাধ্য কাজ সাধন হওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে শহরটিতে দলগতভাবে বরফপানির পুলে নামার একটি আয়োজন হয়েছিল। এর মধ্য দিয়ে আগের একটি বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে তারা।
আয়োজনটি করা হয়েছিল পোল্যান্ডের মিয়েদিজদ্রোয়ে শহরে। অবশ্য ঠিক কতজন অংশগ্রহণকারী ছিলেন, তা সুনির্দিষ্ট করে প্রকাশ করেনি শহর কর্তৃপক্ষ। তবে কর্মকর্তারা বলেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী এই আয়োজনে অংশ নিয়েছিলেন বলে নিশ্চিত তাঁরা। সবচেয়ে বড় আইস সুইমিং রিলে হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে এ সংখ্যাটা যথেষ্ট।
আইস সুইমিং রিলে আয়োজনে অংশগ্রহণকারীদের প্রত্যেকে বরফপানির ওই পুলে কয়েক মিনিট করে কাটিয়েছেন। প্রথমে একজন নেমেছেন এবং কয়েক মিনিট সেখানে অবস্থান করেছেন। এরপর পরবর্তী অংশগ্রহণকারীর কাছে বরফ পানিতে নামার দায়িত্ব হস্তান্তর করেতিনি উঠে গেছেন। এভাবে পালাক্রমে একজন একজন করে সব অংশগ্রহণকারী পানিতে নেমেছেন। এর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সবচেয়ে বড় আইস সুইমিং রিলে।
এই প্রচেষ্টার আয়োজকদের একজন কাটারজিনা জাকুবৌস্কা। বিশ্বে নারী হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে পুরো শরীর বরফের সংস্পর্শে রাখতে পারার রেকর্ড আছে তাঁর। ৩ ঘণ্টা ৬ মিনিট ৪৫ সেকেন্ড বরফের মধ্যে থেকে এ রেকর্ড করেছিলেন তিনি।
মিয়েদিজদ্রোয়ে শহরে বরফপানির ওই পুলে নেমেছিলেন মিছা জোরকৌস্কিও। দীর্ঘ সময় ধরে পুরো শরীর বরফের সংস্পর্শে রাখতে পারা পুরুষ হিসেবে রেকর্ড করার দৌড়ে নামছেন তিনি। ২০২৫ সালে এই রেকর্ড করার চেষ্টায় প্রশিক্ষণ নিচ্ছেন জোরকৌস্কি। তবে এর জন্য আগের একটি রেকর্ড ভাঙতে হবে তাঁর। ৪ ঘণ্টা ২ মিনিট সময় ধরে বরফের মধ্যে থাকতে পারলেই কেবল রেকর্ডটি তাঁর হবে।