প্যারিসে ল্যুভর জাদুঘরে চুরি

প্যারিসের ল্যুভর জাদুঘরফাইল ছবি: রয়টার্স

লেওনার্দো দা ভিঞ্চির জগদ্বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’র কথা উঠলে প্রথমেই মাথায় আসে ল্যুভর মিউজিয়ামের কথা। ফ্রান্সের রাজধানী প্যারিসের খ্যাতনামা এই মিউজিয়ামে চুরি হয়েছে। দিনের আলোয় মাত্র সাত মিনিটে ল্যুভর থেকে ‘অমূল্য’ সব অলংকার সরিয়েছে নিয়েছে চোরেরা। চুরির পর এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মিউজিয়ামটি।

ঘটনাটি ঘটেছে আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে। তখন দর্শনার্থীদের জন্য ল্যুভর খোলা ছিল। চুরির পর মিউজিয়ামের এককোণায় একটি ট্রাক খুঁজে পায় ফরাসি পুলিশ। ওই ট্রাক থেকে একটি মই লাগানো ছিল মিউজিয়ামের দোতলার ব্যালকনিতে। ব্যালকনির জানালা ভেঙে চোরেরা ল্যুভরে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

মিউজিয়ামের অ্যাপোলো রুমে চুরির ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লোঁর নিউনেজ। এই কক্ষে ফ্রান্সের রাজপরিবারের বিভিন্ন অলংকারের সংগ্রহ রয়েছে। রয়েছে ফরাসি সম্রাট চতুর্দশ লুইসের ব্যবহার করা মূল্যবান পাথরের তৈরি বিভিন্ন পাত্র। চুরি যাওয়া অলংকারগুলো ‘অমূল্য’ বলে উল্লেখ করেছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী।

চুরির পর ল্যুভরের কাছে একটি অলংকার পাওয়া গেছে বলে জানিয়েছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি। দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই অলংকার ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী উজিনির মুকুট। সেটিতে ১ হাজার ৩৫৪টি হীরা ও ৫৬টি পান্না রয়েছে। চুরির সময় ক্ষতি হয়েছে মুকুটটির। চুরি হওয়া আরেকটি অলংকারও খুঁজে পাওয়া গেছে।

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী লোঁর নিউনেজের ধারণা, এই চুরির সঙ্গে তিন থেকে চারজন জড়িত ছিল। তিনি বলেন, মাত্র সাত মিনিটে চুরি শেষে মোটরসাইকেলে করে পালিয়ে যায় চোরেরা। আশা করা হচ্ছে, এই চোরদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আর চুরি হওয়া সব অলংকার ফিরিয়ে আনা হবে। তদন্তের স্বার্থে রোববার এক দিনের জন্য ল্যুভর বন্ধ রাখা হয়েছে।

শত বছরের বেশি সময় আগে ল্যুভরে সাড়া জাগানো এক চুরির ঘটনা ঘটেছিল। ১৯১১ সালে মিউজিয়ামটি থেকে ‘মোনালিসা’ চিত্রকর্ম লোপাট করা হয়। ২ বছর পর ১৯১৩ সালে ইতালির একটি হোটেল থেকে উদ্ধার হয় সেটি। পরে আবার মোনালিসাকে ল্যুভরে ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুন