বিড়ালের দুই নাক

প্রতীকী ছবি

সুকৌশলে বিপদ এড়ানোর জন্য বিড়ালের খ্যাতি আছে। তবে এখানে যে বিড়ালের কথা বলা হচ্ছে, তার খ্যাতি অন্য কারণে। তার রয়েছে দুটি নাক।

ইংল্যান্ডের চেশায়ারের ক্যাটস প্রটেকশনস ওয়ারিংটন অ্যাডপশন সেন্টারে রাখা হয়েছে এই বিড়ালকে। সেন্টারের কর্মীরা এটির নাম দিয়েছেন ন্যানি ম্যাকফি। একটি ফিকশনাল সিনেমার এক চরিত্রের নাম ছিল এমন।

সেন্টারের কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, বিড়ালটির বয়স প্রায় চার বছর। এর বিশাল নাক রয়েছে। এত বড় নাকের কারণে তাঁরা পরীক্ষার জন্য একে পশুচিকিৎসকদের কাছে নিয়ে যান। তাঁরা পরীক্ষা করে দেখেছেন, বিড়ালটির বয়স দুই বছর।

ক্যাটস প্রটেকশনস ওয়ারিংটন অ্যাডপশন সেন্টারের জ্যেষ্ঠ ফিল্ড ভেটেরিনারি কর্মকর্তা ফিওনা ব্রোকব্যাংক বলেন, মাঠপর্যায়ের পশুচিকিৎসক দলের কাছে প্রথমবারের মতো দুই নাকের এমন বিড়াল এসেছে। এটি সত্যি বিরল। দুই নাক হলেও বিড়ালের জন্য এটি কোনো সমস্যা তৈরি করছে না। সাধারণত প্রাণীদের এ ধরনের বিষয়গুলোকে ‘জন্মগত ত্রুটি’ হিসেবে উল্লেখ করা হয়।

ন্যানি ম্যাকফির আগের মালিক অসুস্থ হওয়ায় ও তাঁর আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় তিনি তাকে ছেড়ে যান। এখন তাকে রাখার জন্য পশুপাখি ভালোবাসে এমন পরিবার খোঁজা হচ্ছে।

সেন্টারের ব্যবস্থাপক লিন্ডসে কের বলেন, ‘আমরা সবাই ন্যানসি ম্যাকফির প্রেমে পড়েছি। আমরা তার দুই নাক থেকে নিজেদের চোখ সরাতে পারছি না। সে কোলাহলের মধ্যে সবার আদরে থাকতে পছন্দ করে। তার এই স্বভাবের কারণে তাকে নেওয়া লোকের অভাব হবে না বলে আমরা আশাবাদী।’