ছয় মাস আত্মগোপনে থাকা রুশ সেনা ইউক্রেনে আটক

সোমবার ওই রুশ সেনাকে আটক করে ইউক্রেনের পুলিশ
ছবি: খারকিভ আঞ্চলিক পুলিশ বিভাগ

ইউক্রেনে যুদ্ধ শুরুর প্রথম দিকে খারকিভের বেশ কিছু এলাকার দখল নেয় রুশ বাহিনী। তবে সেপ্টেম্বরের শেষ দিকে ইউক্রেনীয় বাহিনী এসব এলাকায় আবার তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ওই সময় রাশিয়া পিছু হটতে বাধ্য হলে এক রুশ সেনা দলছুট হন। আশ্রয় নেন পরিত্যক্ত ভবনে। ছয় মাস পর তিনি আটক হয়েছেন।

খারকিভের আঞ্চলিক পুলিশ বিভাগ জানিয়েছে, আটক ওই রুশ সেনার বয়স ৪২ বছর। তাঁকে খারকিভের কুপিয়ানস্ক জেলার একটি এলাকা থেকে আটক করেছে দেশটির পুলিশ। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একদল সদস্য ওই এলাকায় টহলের সময় ওই রুশ সেনাকে দেখতে পান। এরপর আটক করে নেন পুলিশ হেফাজতে।

সোমবার ওই রুশ সেনাকে আটকের সময় তিনি সাধারণ মানুষের মতো পোশাক পরিহিত ছিলেন। আটক করার পর পুলিশ জানতে পারে, তিনি রাশিয়ার ২৭তম সেপারেট গার্ড মোটর রাইফেল ব্রিগেডের সদস্য। তাঁর বাড়ি মস্কো অঞ্চলে। গত সেপ্টেম্বর থেকে একটি পরিত্যক্ত ভবনে থাকার কথা জানান ওই রুশ সেনা।

ইউক্রেনের পুলিশ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, আটক করার পর ওই রুশ সেনাকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

আত্মগোপনে থাকা ওই রুশ সেনাকে যে কুপিয়ানস্ক জেলা থেকে আটক করা হয়েছে, সেই জেলা ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। যুদ্ধ শুরুর প্রথম দিক থেকেই সেখানে দুই পক্ষের ব্যাপক রক্তক্ষয়ী লড়াই হয়েছে। কয়েক দিনের মাথায় শহরটির দখল নেয় রাশিয়া এবং কয়েক মাস শহরটি তাদের নিয়ন্ত্রণে ছিল।

তবে পাল্টা হামলা চালিয়ে ইউক্রেনের সেনারা গত বছরের সেপ্টেম্বরে আবার শহরটির নিয়ন্ত্রণ নেয়। তবে এর পর থেকে শহরটি আবার দখলে নিতে রুশ বাহিনী হামলা অব্যাহত রেখেছে। চলতি মার্চ মাসের শুরুতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় কিছু বাসিন্দাকে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।