নেদারল্যান্ডসে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে বন্দুকধারীর গুলি, নিহত ৩
নেদারল্যন্ডসের রটারডাম শহরের একটি বাড়ি ও একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে বন্দুকধারীর গুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টারে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেলা দুইটার পর মেডিকেল সেন্টারের কাছে একটি বাড়িতে গুলি চালানো হয়। তখন ওই বাড়িতে আগুন ধরে যায়। এরপর বন্দুকধারী মেডিকেল সেন্টারে গিয়ে গুলি চালান। সেখানেও আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বন্দুকধারী একাই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ইরাসমাস মেডিকেল সেন্টারের ছাত্র।
পুলিশ জানিয়েছে, গুলিতে তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন, ৩৯ বছর বয়সী এক নারী, তাঁর ১৪ বছর বয়সী মেয়ে এবং ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ৪২ বছর বয়সী একজন শিক্ষক।
মেডিকেল সেন্টারে হামলার পর সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই হাসপাতাল থেকে ভীতসন্ত্রস্ত চিকিৎসাকর্মীদের বেরিয়ে আসতে দেখা যায়। স্ট্রেচার ও হুইলচেয়ারে করে রোগীদেরও বের করে আনছিলেন তাঁরা। ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে, হাসপাতালের ওপর হেলিকপ্টার উড়ছে এবং পুলিশ সদস্যরা স্নাইপার বন্দুক নিয়ে হাসপাতালের ছাদে অবস্থান নিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন মেডিকেল শিক্ষার্থী একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, প্রথমে চতুর্থ তলায় গুলি চলে। চার থেকে পাঁচটি গুলি করা হয়। তারপর একটি পেট্রলবোমা ছোড়া হয়। আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি কোনো গুলির শব্দ শোনেননি। সবাই ভয় পেয়ে চিৎকার করছিল। তিনিও ভয় পেয়ে পালানোর চেষ্টা করেন।
এর আগে ২০১৯ সালে নেদারল্যান্ডসের উতরেচত শহরে একটি ট্রামে গুলি করে তিনজনকে হত্যা করা হয়। হামলাকারীর সন্ধানে সেবার ব্যাপক অভিযান চালানো হয়েছিল। এ ছাড়া ২০১১ সালে আলফেন আঁ দেঁ রিজন শহরে একটি শপিং মলে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেন ২৪ বছর বয়সী এক তরুণ। ওই ঘটনায় ১০ জন আহত হন।