১৫০ টন ইঞ্জিন তেল নিপ্রো নদীতে ছড়িয়ে পড়েছে
ইউক্রেনের খেরসনে কাখোভকা জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ১৫০ টন ইঞ্জিন তেল নিপ্রো নদীতে ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার কিয়েভ এই দাবি করেছে।
ইউক্রেন বলছে, এর ফলে পরিবেশ ‘নেতিবাচন প্রভাব’ পড়বে।
ইউক্রেনের সেনাবাহিনী দাবি করছে বাঁধ রাশিয়ার সেনাবাহিনী উড়িয়ে দিয়েছে।
কাখোভকা জলবিদ্যুৎকেন্দ্রটি ইউক্রেনের খেরসন অঞ্চলের নোভা কাখোভকা শহরে অবস্থিত। এই অঞ্চল বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধানের যোগাযোগ উপদেষ্টা দারিয়া জারিভনা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, বিস্ফোরণের কারণে নিপ্রো নদীতে ১৫০ টন ইঞ্জিন তেল ছড়িয়ে পড়েছে।
খেরসন সেনাবাহিনীর আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেকজান্দার প্রোকুদিন বলেছেন, বাঁধটি ধ্বংস হওয়ায় ওই অঞ্চলের আটটি এলাকা প্লাবিত হয়েছে। সেখানে আরও এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যায় ১৬ হাজার মানুষ প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলেন তিনি।