দোনেৎস্কে বিপণিবিতানে রুশ গোলায় ১৬ জনের প্রাণহানি

দোনেৎস্কের কোস্টিয়ানটিয়ানিভকা শহরে বিপণিবিতানে রুশ হামলায় দগ্ধ গাড়ি। ৬ সেপ্টেম্বর
ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি বিপণিবিতানে আজ বুধবার রুশ হামলায় এক ডজনের বেশি মানুষ মারা গেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যখন কিয়েভ সফর করছিলেন, ঠিক তখনই এই হামলার ঘটনা ঘটল।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘এই মুহূর্তে রুশ সন্ত্রাসীদের গোলায় দোনেৎস্ক অঞ্চলের কোস্টিয়ানটিয়ানিভকা শহরে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। একটি বিপণিবিতান, অনেকগুলো দোকান ও একটি ওষুধের দোকানে এই হামলা চালানো হয়। নিহত এসব ব্যক্তি কোনো অপরাধ করেননি। হামলায় অনেকে আহত হয়েছেন।’

প্রধানমন্ত্রী ডেনিস শ্মিগাল বিস্ফোরণে ছিন্নভিন্ন দোকানের একটি ভিডিও ফুটেজ পোস্ট করেন। এতে দেখা যায়, হামলার পর মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন, গাড়ির অ্যালার্ম বেজে চলছে।

হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, দোনেৎস্কে রুশ হামলায় অন্তত ২৮ জন আহত হয়েছেন।

কোস্টিয়ানটিয়ানিভকা হচ্ছে দুই পক্ষের সৈন্যদের অবস্থানের মাঝামাঝি একটি শহর, যেখানে প্রায় ৭০ হাজার মানুষ বসবাস করেন। এটি ইউক্রেনের একটি শিল্পাঞ্চলও। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর দুই পক্ষের লড়াইয়ের মূল কেন্দ্র ছিল দোনেৎস্ক।

২০১৪ সাল থেকে বিদ্রোহীদের সহায়তায় দোনেৎস্ক অঞ্চলের একাংশ নিয়ন্ত্রণ করছে ক্রেমলিন। গত বছরের শেষ দিকে দখল করা অন্য তিনটি অঞ্চলের সঙ্গে একে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় রাশিয়া।