এ মাসেই রাশিয়া সফরের পরিকল্পনা করছেন কিম, দেখা করবেন পুতিনের সঙ্গে

কিম জং–উন ও ভ্লাদিমির পুতিন
রয়টার্স ফাইল ছবি

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন এ মাসেই রাশিয়া সফরের পরিকল্পনা করেছেন। রাশিয়ায় তিনি সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। ইউক্রেন যুদ্ধে মস্কোকে অস্ত্র সরবরাহ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমসের খবরে এমন তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদন বলছে, কিম সম্ভবত পিয়ংইয়ং থেকে ট্রেনে চড়ে ভ্লাদিভস্তোকে যাবেন। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই এলাকার অবস্থান।

আরও পড়ুন

ভ্লাদিভস্তোক রাশিয়ার বন্দরনগরী। নিউইয়র্ক টাইমসের খবর বলছে, মস্কোর অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি ও পরমাণু শক্তি চালিত সাবমেরিনের বদলে কিম রাশিয়ায় কামান, গোলা ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাবেন।

রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক নিয়ে এর আগে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে গতকাল সোমবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, ‘কেন নয় তাঁরা আমাদের প্রতিবেশী। রুশ প্রবাদ হলো, প্রতিবেশী আপনি নির্বাচন করবেন না। তাই ভালো উপায় হলো, প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক ও আতিথেয়তা বজায় রেখে সহাবস্থান করা।’

আরও পড়ুন

দুই দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া হবে কি না, এমন প্রশ্নের উত্তরে সের্গেই শোইগু বলেছেন, ‘অবশ্যই। এটি নিয়ে আলোচনা চলছে।’

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। তবে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে যেকোনো অস্ত্র চুক্তি হওয়ার কথা প্রত্যাখ্যান করেছে।

২০০৬ সাল থেকে এ পর্যন্ত উত্তর কোরিয়া ছয়টি পরমাণু পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্রদেশ দক্ষিণ কোরিয়া নিয়মিত সামরিক মহড়া চালায়। উত্তর কোরিয়া এই মহড়াকে যুদ্ধের প্রস্তুতি বলে নিন্দা জানিয়েছে।