ইউক্রেনের বড় বড় শহর লক্ষ্য করে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির

দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেছেন, ইউক্রেনের জনবহুল ও বেসামরিক অবকাঠামোতে ১২০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

দেশটির রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, বিস্ফোরণে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৪ বছরের এক কিশোরী আছে।

আরও পড়ুন

জেলেনস্কির ১০ দফা শান্তি প্রস্তাব নাকচ করল মস্কো

খারকিভ, ওডেসা, লাভিভ ও ঝিয়াতোম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা প্রদেশের আঞ্চলিক নেতা মাকসিম মারচেনকো বলেছেন, দেশটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়া বিভিন্ন দিক থেকে হামলা চালাচ্ছে। আকাশ ও সাগরভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। বিমানবাহিনী বলেছে, হামলায় কামিকাজ ড্রোন ব্যবহার করা হয়েছে।

নাগরিকদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষাবাহিনী কাজ করছে বলেও জানানো হয়েছে।

কিয়েভের মেয়র ক্লিৎসকো বলেছেন, দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা ১৬ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

গভর্নর ভিতালি কিম বলেছেন, মিকোলেইভের দক্ষিণাঞ্চলে বিমান প্রতিরক্ষাব্যবস্থা পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-রাশিয়ার দ্বৈরথ, ভুগছে ইউরোপ