দেশে ফিরে নির্বাচন করার ঘোষণা নাভালনির স্ত্রীর

রাশিয়ার প্রয়াত সরকারবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন আর ক্ষমতায় থাকবেন না, তখন একদিন তিনি দেশে ফিরে যাবেন এবং প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে কারাগারে মারা যান নাভালনি। এরপর মরিয়া বিরোধীদের ঐক্যবদ্ধ করতে একজন নেতাও এগিয়ে আসেননি। দেশের বাইরে থাকা নানা ভাগে বিভক্ত রুশ ভিন্নমতাবলম্বীদের মধ্যেও দৃশ্যমান অন্তর্কোন্দল রয়েছে।

ইউলিয়া বলেন, ‘যখন ঠিক সময় আসবে, একজন প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশ নেব।’ তবে পুতিন যত দিন ক্ষমতায় আছেন, তত দিন দেশে ফিরবেন না বলে জানান তিনি। ১৯৯৯ সালের শেষ দিন থেকে এখনো ক্ষমতায় আছেন পুতিন। চলতি মাসে তাঁর বয়স ৭২ বছর হবে।

গত ১৬ ফেব্রুয়ারি আকস্মিক মারা যান ৪৭ বছর বয়সী কারাবন্দী নাভালনি। এতে রাশিয়ার বিরোধীরা তাঁদের সবচেয়ে ক্যারিশমাটিক ও জনপ্রিয় নেতাকে হারান।

একাধিক অভিযোগে ৩০ বছরের বেশি কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন নাভালনি। তিনি বলেছিলেন, পুতিনবিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দিতে তাঁর বিরুদ্ধে এসব পাতানো অভিযোগ এনেছিলেন।

নাভালনির রাজনৈতিক মিত্রদের পশ্চিমা বিশ্বের হয়ে দেশকে অস্থিতিশীল করার ভয়ংকর চরমপন্থী হিসেবে দেখে থাকে ক্রেমলিন। তাঁদের দাবি, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে পুতিনের।