ইতালিতে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ, ২ পাইলট নিহত

ইতালির বিমানবাহিনীর দুটি উড়োজাহাজের মধ্যে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
ছবি: এপি

ইতালির বিমানবাহিনীর দুটি উড়োজাহাজের মধ্যে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার প্রশিক্ষণ উড়োজাহাজের মধ্যে এ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ কথা জানিয়েছেন।

দুই পাইলট ইউ-২০৮ প্রশিক্ষণ উড়োজাহাজে প্রশিক্ষণ মহড়ায় ছিলেন। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, ‘মঙ্গলবার রোমের উত্তর-পশ্চিমে প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়ার সময় মাঝ আকাশে সংঘর্ষে দুই উড়োজাহাজের পাইলট নিহত হয়েছেন। প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় বিমানবাহিনীর দুই পাইলটের মৃত্যুতে আমরা মর্মাহত।’ নিহত পাইলটদের পরিবার ও বিমানবাহিনীর সদস্যদের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী।

ইউ-২০৮ হালকা, এক ইঞ্জিনের উড়োজাহাজ। এগুলো পাইলটসহ চারজন যাত্রী বহন করতে পারে। এই উড়োজাহাজের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৫ কিলোমিটার।