ডায়ানার টাইম ক্যাপসুল মিলল ৩০ বছর পর

প্রিন্সেস ডায়ানা

যুক্তরাজ্যের প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ৩০ বছরের বেশি সময় পর তাঁর রেখে যাওয়া একটি টাইম ক্যাপসুল খুঁজে পাওয়া গেছে। লন্ডনের একটি হাসপাতালে খনন করে ওই টাইম ক্যাপসুল বের করা হয়েছে এবং সেটি খোলা হয়েছে। এই টাইম ক্যাপসুল ছিল একটি ছোট বাক্স। ওয়েলসের প্রিন্সেস এবং লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল ফর চিলড্রেনের (জিওএসএইচ) সভাপতি হিসেবে প্রয়াত প্রিন্সেস ডায়ানা এই বাক্স পুঁতে রেখেছিলেন।