যুক্তরাজ্যের কয়েকটি সুপারমার্কেটে তিনটির বেশি টমেটো কিনতে পারছেন না ক্রেতারা

ছবি: রয়টার্স ফাইল ছবি

যুক্তরাজ্যে সম্প্রতি নির্দিষ্ট কিছু ফল ও সবজির সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এমন অবস্থায় যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় কয়েকটি সুপারমার্কেট টমেটো, শসা, রাসবেরিসহ নির্দিষ্ট কিছু ফল ও সবজি কেনায় সীমা বেঁধে দেওয়া হয়েছে। সুপারমার্কেট এসব সবজি বা ফল কেনার সীমা বেধে দেওয়া হয়েছে।

ইউরোপ ও আফ্রিকায় চলমান বৈরী আবহাওয়ার কারণে এসব অঞ্চল থেকে যুক্তরাজ্যে কিছু ফল ও সবজি আসা কমে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবেও সরবরাহঘাটতি তৈরি হয়েছে। এ ছাড়া বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় নেদারল্যান্ডসের চাষিরা গ্রিনহাউসে চাষাবাদ করতে হিমশিম খাচ্ছেন। সেখান থেকেও সরবরাহ কম হচ্ছে।

গত বুধবার যুক্তরাজ্যে টেসকো, আসডা, মরিসনস ও আলডির মতো বড় বড় সুপারশপ নির্দিষ্ট কিছু সবজি ও ফল কেনার ক্ষেত্রে সীমা বেঁধে দেয়। টেসকো ও আলডি ঘোষণা করেছে, একজন ক্রেতা তিনটির বেশি টমেটো, কিছু মরিচ ও শসা কিনতে পারবেন না। আসডা কর্তৃপক্ষ বলেছে, লেটুস, সালাদ ব্যাগ, ব্রকলি, ফুলকপি ও রাসবেরি কেনার ক্ষেত্রে সীমা বেধে দিয়েছে। আর মরিসনস কর্তৃপক্ষ বলেছে, একজন ক্রেতা দুই প্যাকেটের বেশি টমেটো, শসা, লেটুস কিংবা গোলমরিচ কিনতে পারবেন না।

যুক্তরাজ্যে বড় বড় সুপারশপের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম। প্রতিষ্ঠানটির খাদ্যদ্রব্যবিষয়ক পরিচালক অ্যান্ড্রু ওপি বুধবার বলেন, ইউরোপের দক্ষিণে ও উত্তরাঞ্চলীয় আফ্রিকায় বৈরী আবহাওয়ার কারণে টমেটো, গোলমরিচসহ কিছু ফল ও সবজি চাষে ব্যাঘাত ঘটছে। এ অবস্থা আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। তথ্যসূত্র: রয়টার্স ও দ্যা গার্ডিয়ান

আরও পড়ুন