আরও ভূখণ্ড দখলমুক্ত করার দাবি ইউক্রেনের

বাখমুতের কাছে সংঘর্ষের সময় হাউইটজার থেকে গোলা ছুড়ছেন ইউক্রেনের সৈন্যরাফাইল ছবি এএফপি

রাশিয়ার দখলে যাওয়া আরও কিছু ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। কিয়েভ বলেছে, গতকাল সোমবার ইউক্রেনের সেনারা দেশটির পূর্বাঞ্চলে কিছু ভূখণ্ডে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন।

ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, কিয়েভের সেনারা গত এক সপ্তাহে বাখমুতের আশপাশে প্রায় তিন বর্গকিলোমিটার এলাকা পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছেন। কয়েক মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের পর গত মে মাসে রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এ শহরের নিয়ন্ত্রণ নেয়।

এ ছাড়া ইউক্রেনের সেনারা দক্ষিণের জাপোরিঝঝিয়া অঞ্চলের দুটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার পথে বলে দাবি করেছেন উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত জুনের শুরুতে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। রাশিয়ার দখলে যাওয়া ভূখণ্ড পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে আনাই ছিল কিয়েভের এ অভিযানের লক্ষ্য।

আজ মঙ্গলবার উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে জানান, পাল্টা আক্রমণ শুরুর পর বাখমুত শহরের আশপাশে প্রায় ৪৭ বর্গকিলোমিটার এলাকা পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

তবে ইউক্রেনের ভূখণ্ড পুনরুদ্ধার করার এ দাবি রয়টার্সের পক্ষে যাচাই করে দেখা সম্ভব হয়নি। এ ছাড়া বিষয়টি নিয়ে রাশিয়ার পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

দোনেৎস্কে জেলেনস্কি

সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে একাধিক ভিডিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, সেনা পরিদর্শনে পূর্বের দোনেৎস্ক ও জাপোরিঝঝিয়া অঞ্চলে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। দোনেৎস্কেই বাখমুত শহরের অবস্থান। সেনা পরিদর্শনে গিয়ে বিভিন্ন স্থানে যুদ্ধরত সৈনিকদের পদক পরিয়ে দিতে দেখা যায় জেলেনস্কিকে। এদিন রাতে ট্রেন থেকে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমাদের যুদ্ধরত সৈনিকেরা যা বলছেন, সেসব বিষয় নিয়ে নেতৃস্থানীয় ব্যক্তিদের বৈঠকে আলোচনা করা হবে। বিশেষ করে, যুদ্ধে অত্যাধুনিক অস্ত্রব্যবস্থার ব্যবহার নিয়ে আলোচনা করা হবে।’

মস্কোমুখী ড্রোন ধ্বংসের দাবি মস্কোর

এদিকে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা পদ্ধতি আজ সকালে তিনটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে মস্কো। এসব ড্রোন মস্কোয় হামলা চালানোর চেষ্টা করছিল।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ কথা জানান।