অস্ত্রোপচারের সময় বিশ্বকাপ ম্যাচ দেখলেন রোগী

চলছে অস্ত্রোপচার। আর রোগী দেখছেন ফুটবল বিশ্বকাপের ম্যাচ
ছবি: টুইটার থেকে

বিশ্বের সবচেয়ে বড় খেলাধুলার আসর এখন চলছে কাতারে। এই ফুটবল বিশ্বকাপের খেলা নিয়ে মাতামাতির শেষ নেই ভক্তদের। তাই বলে ফুটবলের কোনো ভক্ত তাঁর অস্ত্রোপচার চলাকালে খেলা দেখবেন, এটা ভাবা যায়? জবাবে বলতে হয়, হ্যাঁ। এমনটাই ঘটেছে পোল্যান্ডে।

পোল্যান্ডের কিয়েলসে শহরের একটি হাসপাতালে এক রোগীর অস্ত্রোপচার করা হয় গত ২৫ নভেম্বর। সেদিন ছিল ওয়েলস ও ইরানের বিশ্বকাপ ফুটবল ম্যাচ। ওই রোগীর অস্ত্রোপচার যখন হবে, তখনই ছিল এ ম্যাচ। ফলে রোগী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চান, তাঁর অস্ত্রোপচার চলাকালে তিনি ফুটবল ম্যাচটা দেখতে পারবেন কি না।

এখানে বিপত্তি দেখা দেয়। কারণ, হাসপাতালের অপারেশন থিয়েটারে টেলিভিশন ছিল না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীর কথা বিবেচনা করে অপারেশন থিয়েটারে টেলিভিশনের ব্যবস্থা করে।

অস্ত্রোপচার হয়েছে রোগীর শরীরের নিম্নাংশে। এ জন্য রোগীকে অ্যানেসথেসিয়া দেওয়া হয়। এরপর শুরু হয় অস্ত্রোপচার। এই ঘটনার একটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, রোগী খেলা দেখছেন আর চিকিৎসকেরা অস্ত্রোপচারে মগ্ন।

যে হাসপাতালে এই অস্ত্রোপচার হয়েছে, সেই হাসপাতাল কর্তৃপক্ষই ছবিটি প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। একজন লিখেছেন, এই ব্যক্তিকে কি ট্রফি দেওয়া যায়? আরেকজন অবশ্য বলেছেন, ওই রোগী ছাড়াও যে স্বাস্থ্যকর্মীরা তাঁর খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছেন, তাঁদেরও একটি বড় ট্রফি প্রাপ্য।

তবে আরেকজন অবশ্য ভিন্ন কথা লিখেছেন। তিনি লিখেছেন, এখনকার দিনে এটা খুবই সাধারণ ঘটনা। রোগীর অস্বস্তি কাটানোর জন্য এমনটা করা হয়। কখনো শ্রুতিমধুর সংগীত শোনার ব্যবস্থা করা হয়। কখনো ওয়েব সিরিজ দেখার ব্যবস্থা করা হয়। এমনকি বিশ্বকাপ ফুটবলের ম্যাচও এই অস্বস্তি কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে।

সূ্ত্র: এনডিটিভি