প্রতিরক্ষামন্ত্রী বদলাচ্ছে ইউক্রেন

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে সরিয়ে দেওয়া হচ্ছে
ছবি: রয়টার্স

প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছে ইউক্রেন। দেশটির সামরিক গোয়েন্দা প্রধান প্রতিরক্ষামন্ত্রীর স্থলাভিষিক্ত হচ্ছেন। দেশটির ঊর্ধ্বতন একজন আইনপ্রণেতা গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন।

ডেভিড আরাকহামিয়া নামে ওই আইনপ্রণেতা বলেন, ‘৩৭ বছরের সামরিক গোয়েন্দাপ্রধান কিরিলো বুদানভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হবেন। যুদ্ধকালীন এটি অবশ্যই যৌক্তিক সিদ্ধান্ত।’

ইউক্রেনের বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ (৫৬) কৌশলগত শিল্পবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন।

এই পুনর্বিন্যাস কবে হবে, তা বলেননি আইনপ্রণেতা আরাকহামিয়া। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি নীতি নির্দেশ করে দেয়।

আরাকহামিয়া আরও বলেন, ‘সময় ও পরিস্থিতি অনুসারে কার্যক্রম জোরালো করতে হবে। দল পুনর্গঠন করতে হবে। এখন সে কাজ চলছে। ভবিষ্যতেও হবে। শত্রুরা সামনে আগানোর প্রস্তুতি নিচ্ছে। আমরা আমাদের সুরক্ষিত রাখার প্রস্তুতি নিচ্ছি।’

রেজনিকভকে ২০২১ সালের নভেম্বর মাসে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইউক্রেনীয় বাহিনীকে শক্তিশালী করতে তিনি পশ্চিমা অস্ত্র সরবরাহ নিশ্চিত করেছেন। তবে তাঁর মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির কেলেঙ্কারি রয়েছে।

বেশি দামে খাদ্য চুক্তি করায় উপপ্রতিরক্ষামন্ত্রীকে জানুয়ারি মাসের শেষে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

আরও পড়ুন

গতকাল সকালে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় রেজনিকভ মন্ত্রণালয়ে থাকার পরিকল্পনা করেছেন কি না, তা স্পষ্ট করেননি। কেবল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভাগ্য নির্ধারণ করতে পারে বলেছেন তিনি। নিজের বিবেকের কাছে তিনি পরিষ্কার বলেও জানান।

আরও পড়ুন