স্পেনে ‘টমেটো ছোড়ার’ উৎসব

স্পেনের জনপ্রিয় উৎসব ‘লা টমাটিনা’। প্রতিবছর আগস্টের শেষ সপ্তাহে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে অংশগ্রহণকারী ব্যক্তিরা একে অপরের দিকে টমেটো ছুড়ে মারেন। এতে অংশ নিতে হাজারো দেশি-বিদেশি পর্যটক স্পেনের ভ্যালেন্সিয়ার পশ্চিমাঞ্চলের বুনোল শহরে জড়ো হন। মেতে ওঠেন ‘টমেটো ছোড়ার’ উৎসবে। এবারের টমেটো উৎসব নিয়ে ছবির গল্প।

দেশি-বিদেশি পর্যটকেরা হাজির হয়েছেন স্পেনের ভ্যালেন্সিয়ায় টমেটো ছোড়ার উৎসবে।
উৎসবের জন্য ট্রাকে করে পাকা টমেটো আনা হয়েছে।
সড়কে জমে থাকা টমেটোর স্তূপ পাত্রে ভরে ছোড়া হচ্ছে।
উৎসবে অংশগ্রহণকারী ব্যক্তিরা ফিলিস্তিনের পতাকা নিয়ে হাজির হয়েছেন।
পাকা টমেটোর ওপরে চলছে অংশগ্রহণকারী ব্যক্তিদের গড়াগড়ি।
দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তির দিকে টমেটো ছুড়ছেন অনেকে।
পাকা টমেটো দেখাচ্ছেন এক নারী।
টমেটোর গালিচার ওপরে একজনকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
চলছে দল বেধে উৎসব উপভোগ।
উৎসবে অংশ নিতে পরা হয়েছে বিশেষ চশমা।
উৎসব শেষে বাড়ির সামনের অংশ পরিষ্কার করছেন এই নারী।
টমেটোর মধ্যে শুয়ে পড়েছেন অনেকেই।