মিখাইল গর্বাচেভের শেষকৃত্য শনিবারে

সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ
ছবি: রয়টার্স

সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্য আগামী শনিবার অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার ৯১ বছর বয়সে তিনি মস্কোর একটি হাসপাতালে মারা যান। গর্বাচেভের মেয়ে ও তাঁর ফাউন্ডেশনের মুখপাত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থাগুলো এ কথা জানিয়েছে।

বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে রয়টার্স জানায়, মস্কোর হাউস অব ইউনিয়নসের বিখ্যাত হল অব কলামসে গর্বাচেভের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ১৯৫৩ সালে মৃত্যুর পর সোভিয়েত নেতা জোসেফ স্তালিনের মরদেহও একই জায়গায় রাখা হয়েছিল।

গর্বাচেভ ফাউন্ডেশনের প্রেস সেক্রেটারি ভ্লাদিমির পোলিয়াকভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস জানায়, শেষকৃত্য অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। এরপর গর্বাচেভকে মস্কোর নভোদেভিচি সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, গর্বাচেভকে কোথায় রাষ্ট্রীয় সম্মান জানানো হবে, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে ক্রেমলিন।

পরে গর্বাচেভ ফাউন্ডেশনের গণমাধ্যমবিষয়ক প্রধান পাভেল পালাজচেঙ্কোর বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ জানায়, হল অব কলামসের অনুষ্ঠান পুতিন প্রশাসনের প্রটোকল পরিষেবা বিভাগ আয়োজন করবে। তিনি বলেন, এই অনুষ্ঠান রাষ্ট্রীয় শেষকৃত্য হিসেবেই বিবেচিত হবে কি না, সে বিষয়ে কোনো তথ্য নেই।

ষোড়শ শতাব্দীতে নভোদেভিচি সমাধিক্ষেত্র চালু হওয়ার পর সেখানে প্রভাবশালী রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কবি ও রাজপরিবারের সদস্যদের সমাহিত করা হয়। সেখানে গর্বাচেভের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিনকেও সমাহিত করা হয়। এই সমাধিক্ষেত্রে স্ত্রী রাইসার পাশে গর্বাচেভকে সমাহিত করা হবে। রাইসা ১৯৯৯ সালে মারা যান।

আরও পড়ুন

বরিস ইয়েলেৎসিন ২০০৭ সালে মারা যান। তাঁর মৃত্যুতে এক দিনের জাতীয় শোক ঘোষণা করেন উত্তরসূরি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পেসকভকে উদ্ধৃত করে তাস জানায়, গর্বাচেভের শেষকৃত্য অনুষ্ঠানে পুতিন উপস্থিত থাকবেন কি না, সেটা পরে জানানো হবে।

পুতিন গতকাল বুধবার দিনের শুরুতে টেলিগ্রামের মাধ্যমে গর্বাচেভের স্বজনদের সমবেদনা জানিয়ে বার্তা পাঠান। ক্রেমলিন গর্বাচেভকে অসাধারণ বৈশ্বিক রাষ্ট্রনেতা হিসেবে তাঁর প্রশংসা করেছে, যিনি স্নায়ুযুদ্ধ অবসানে ভূমিকা রেখেছিলেন। তবে তিনি ‘রক্তপিপাসু’ পশ্চিমের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রত্যাশার বিষয়ে খুব ভুল করেছিলেন বলে মনে করে ক্রেমলিন।

আরও পড়ুন