মস্কো গেলেন সি চিন পিং, পুতিনের সঙ্গে বৈঠকে আলোচনায় থাকছে ইউক্রেন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
ফাইল ছবি: রয়টার্স

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়া সফরে ইউক্রেনের সংকট সমাধানের লক্ষ্যে বেইজিংয়ের দেওয়া নির্ধারিত প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় ঘুরেফিরে যেভাবেই হোক ইউক্রেন প্রসঙ্গে তাদের (বেইজিংয়ের)  উত্থাপিত বিষয়গুলো আলোচনায় চলেই আসবে। আর রাশিয়ার পক্ষ থেকে নিজেদের অবস্থান বিস্তারিত তুলে ধরবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।’

আজ সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তিন দিনের সফরে রাশিয়ায় পৌঁছেছেন।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল চায়না সেন্ট্রাল টেলিভিশন জানান, স্থানীয় সময় বিকেলে বিশেষ উড়োজাহাজে করে সি চিন পিং রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন।

সি–এর সফরের প্রাক্কালে চীনা সংবাদপত্রের জন্য লেখা এক নিবন্ধে পুতিন বলেছেন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্নায়ুযুদ্ধ যুগের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পুতিন আরও বলেন, চীনের নেতার সঙ্গে বৈঠক নিয়ে তাঁর অনেক প্রত্যাশা রয়েছে।