কারাবন্দী নিহতের ঘটনা তদন্তে জাতিসংঘ ও রেডক্রসকে আমন্ত্রণ রাশিয়ার
ইউক্রেনের দোনেৎস্কের ওলেনিভকা শহরে কারাবন্দী নিহতের ঘটনা তদন্তে জাতিসংঘ ও রেডক্রসের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। খবর রয়টার্সের।
এদিকে গতকাল শনিবার বেসামরিক নাগরিকদের দোনেৎস্কের সম্মুখসমরস্থল ছেড়ে চলে যেতে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সেনাবাহিনীর দখল করা অঞ্চল পরিদর্শনে রেডক্রস ও জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।
স্থানীয় সময় আজ রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি তালিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের সাহায্যে ওই হামলা চালিয়েছে।
হামলায় ইউক্রেনের ৫০ কারাবন্দী নিহত ও ৭৩ জন আহত হয়েছেন বলেও দাবি করা হয় ওই তালিকায়। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, এ হামলা রাশিয়া চালিয়েছে।
গত শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, রাশিয়া যুদ্ধাপরাধ করেছে। এ জন্য আন্তর্জাতিকভাবে নিন্দা জানাতে আহ্বান জানান তিনি। জাতিসংঘ বলছে, তদন্ত করার জন্য তাদের বিশেষজ্ঞদের দল প্রস্তুত রয়েছে। দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস বলছে, আহত সেনাদের সরিয়ে নিতে তারা সহায়তা করবে।
দোনেৎস্কের গভর্নরের বরাত দিয়ে জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এলাকায় এখনো শিশুসহ কয়েক হাজার মানুষ আটকে আছে। স্থানীয় সময় গত শুক্রবার ৬ বেসামরিক নাগরিক নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
ইউক্রেনের দোনেৎস্কের ওলেনিভকা শহরে একটি কারাগারে গত শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে ৪০ ইউক্রেনীয় বন্দী নিহত হয়েছেন। এরপর গতকাল শনিবার রেডক্রস ও জাতিসংঘের মানবাধিকার পরিষদকে (ইউএনএইচআর) ওলেনিভকাতে যেতে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের মানবাধিকারবিষয়ক কর্মকর্তা দমিত্রি লুবিনেটস।