রাশিয়া ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে: ইতালি

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। রোমে, ১৪ এপ্রিল ২০২৫ছবি: রয়টার্স

রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোর সদস্যদেশগুলোর জন্য সরাসরি সামরিক হুমকি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো।

আজ বৃহস্পতিবার নিজেদের পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে গুইদো ক্রোসেত্তো এ আশঙ্কা প্রকাশ করেন। ন্যাটোর সাম্প্রতিক সম্মেলনে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত হয়। পার্লামেন্টের বক্তব্যে তিনি সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাশিয়ার কথা তোলেন।

ক্রোসেত্তো বলেন, ‘রাশিয়ার হুমকি নিয়ে মিত্রদেশগুলোর উদ্বেগ বাড়ছে। এমনকি (ইউক্রেন নিয়ে) যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও রাশিয়ার শিল্প-উৎপাদন এখনো সামরিক খাতে কেন্দ্রীভূত। সহসা তা বেসামরিক খাতে রূপান্তরের কোনো লক্ষণ নেই।’

ইউক্রেনে ২০২২ সালে হামলা শুরুর পর তিন বছর পার হলেও যুদ্ধের পক্ষে এখনো দেশটির জনসমর্থন অক্ষুণ্ন রয়েছে বলে দাবি করেন ক্রোসেত্তো।

পরিসংখ্যানের উৎস উল্লেখ না করে ক্রোসেত্তো দাবি করেন, রাশিয়া ১০ লাখের বেশি সেনা হারিয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই প্রাণ গেছে দুই লাখ সেনার।

তবে এত বড় প্রাণহানির পরও রাশিয়া গত ছয় মাসে আরও তিন লাখ সেনা মোতায়েন করতে পেরেছে। যুদ্ধ শুরুর পর থেকে দেশটির ভেতরে যুদ্ধবিরোধী মনোভাব তেমন বাড়েনি বলেও মন্তব্য করেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী।

ন্যাটোর সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, সদস্যদেশগুলোকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) একটি নির্দিষ্ট অংশ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় করতে হবে। এ বিষয়ে ক্রোসেত্তো বলেন, ইতালি এ খাতে আগেই বাজেটে কিছু বরাদ্দ রেখেছে। তবে এ জন্য স্বাস্থ্য বা পেনশন খাত থেকে কোনো অর্থ সরানো হবে না বলে নিশ্চয়তা দেন তিনি।