ইউক্রেনকে ৬১টি এফ–১৬ যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস ও ডেনমার্ক

যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান
ফাইল ছবি: এএফপি

ইউক্রেনকে ৬১টি এফ–১৬ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস ও ডেনমার্ক। এর মধ্যে নেদারল্যান্ডস ৪২টি ও ডেনমার্ক ১৯টি এফ–১৬ সরবরাহ করবে। বহুপ্রতীক্ষিত এ ঘোষণার পর দেশ দুটিকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

দুই দিনের সফরে গতকাল রোববার ডেনমার্কের ভয়েন্স শহরে স্কাইস্ত্রোপ বিমানঘাঁটিতে দেশটির প্রধানমন্ত্রী মেতে ফ্রেদেরিকসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। সেখানে একটি যৌথ সংবাদ সম্মেলনে ফ্রেদেরিকসেন বলেন, ১৯টি যুদ্ধবিমান চলতি বছর থেকে আগামী বছরের মধ্যে ইউক্রেনের হাতে তুলে দেওয়া হবে। তিনি বিশ্বাস করেন, এগুলো ইউক্রেনের আকাশসীমার সুরক্ষায় কাজে আসবে।

তবে এ যুদ্ধবিমানগুলোর ব্যবহার নিয়ে কিছু শর্ত দিয়েছে ডেনমার্ক। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জ্যাকব এলেমান–জেনসেনের ভাষ্যমতে, শত্রুদের মোকাবিলায় ডেনমার্ক ও নেদারল্যান্ডসের দেওয়া যুদ্ধবিমানগুলো শুধু ইউক্রেনের ভূখণ্ডে ব্যবহার করা যাবে। কিয়েভকে ট্যাংক, যুদ্ধবিমান বা অন্য যা–ই দেওয়া হোক না কেন, সবকিছুর ক্ষেত্রে একই শর্ত থাকবে।

আরও পড়ুন

এদিকে রোববারই নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট কিয়েভকে এফ–১৬ দেওয়ার ঘোষণা দেন। তবে নেদারল্যান্ডস ও ডেনমার্কের যুদ্ধবিমানের সব কটি অনুদান হিসেবে দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

যুদ্ধবিমান সরবরাহের ঘোষণার পর আজ সোমবার ডেনমার্ককে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। দেশটির পার্লামেন্টের বাইরে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইউক্রেন টিকে না থাকলে রাশিয়ার অন্য প্রতিবেশী দেশগুলোও হুমকির মুখে পড়বে। জেলেনস্কি আরও বলেন, ‘আজ আমরা আত্মবিশ্বাসী যে রাশিয়া যুদ্ধে হেরে যাবে। আমরা জিতব সে বিষয়ে আমি নিশ্চিত। কারণ, সত্য আমাদের পক্ষে রয়েছে।’

আরও পড়ুন